• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়াকে ‘অপমান করা’ কেক কাটেননি রাহানে (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২১, ১৫:৩৭
ajinkya-rahane-wins-the-internet-by-refusing-to-cut-a-cake-with-kangaroo-on-top, RTV ONLINE
ছবি- সংগৃহীত

অ্যাডিলেডে ৩৬ রানের গুটিয়ে যাওয়ার পর দলের দায়িত্ব নিতে হয়েছিল রাহানাকে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি পারিবারিক কারণে পূর্বনির্ধারিত ছুটিতে চলে যান। মেলবোর্নে দলের হাল ধরেই বাজিমাত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের ইনিংস খেলার পাশাপাশি দলকে জিতিয়ে দেন। ১-১ এ সমতায় ফেরে ভারত। সিডনিতে ড্র ও ব্রিজবেনে শেষ টেস্টে ঐতিহাসিক জয়। চার ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে আজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন দলটি।

দেশে ফিরেই রাজকীয় অভ্যর্থনার মুখোমুখি হতে হয় পুরো দলকে। ডান-হাতি এই ব্যাটসম্যানের বাড়িতে প্রবেশ করতেই ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায় প্রতিবেশীরা।

দীর্ঘ দিন বিদেশে ছিলেন রাহানে। বাড়ি ফিরেই মেয়ে আরিয়াকে জড়িয়ে ধরেন রাহানে। কোলে নিয়েই ঘরে পা রাখেন। ব্যান্ড বাজিয়ে মুহূর্তটা স্মরণীয় করে রাখেন ভক্তরা।

এমন সময় তার সামনে কেক রাখা হয়। অস্ট্রেলিয়া বিজয়ের আনন্দ উদযাপন উপলক্ষ্যে কেকের উপর ক্যাঙ্গারুর আকৃতি বানিয়ে আনা হয়। তবে ৩২ বছর বয়সী রাহানে সেই কেকটি কাটতে অস্বীকৃতি জানান। কারণ অস্ট্রেলিয়ার জাতীয় পশুর পাশাপাশি ক্যাঙ্গুারু দেশটির জাতীয় প্রতিকেরও অংশ।

এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে প্রশংসায় ভাসছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।

আপাতত কয়েকদিন বিশ্রাম করেই তৈরি হতে হবে টিম ইন্ডিয়াকে। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে টেস্ট সিরিজ।

চার ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে বসবে ম্যাচ দুটি। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে পরের দুই টেস্ট শুরু হবে যথাক্রমে ২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।

Don't understand Marathi so don't know what's being said here but by the looks of it, Ajinkya Rahane refused to cut the "Kangaroo Cake". He is too good a person to do such stuff !❤️
It would be great if Someone could tell what's being said here ! pic.twitter.com/zfg10ahEs9

— Anubhav Chatterjee (@anubhav__tweets) January 21, 2021

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ
দেশ অর্থনৈতিকভাবে আগাচ্ছে ঠিকই, শৃঙ্খলা রক্ষা হচ্ছে না : এফবিসিসিআই
X
Fresh