• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বান্ধবীসহ করোনায় আক্রান্ত আগুয়েরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২১, ১০:৫৯
sergio-aguero-covid-positive-test-manchester-city, Sofia Calzetti, rtv online
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সার্জিও আগুয়েরো। ভক্তদের কাছে বিষয়টি নিজেই জানালেন ম্যানচেস্টার সিটির তারকা।

বৃহস্পতিবার টুইট পোস্টে আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, ‘কয়েকজনের সঙ্গে মেশার পর আইসোলেশনে ছিলাম। করোনা পরীক্ষা করার পর পজেটিভ এসেছে। কিছু উপসর্গ ছিল। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সবাই সাবধানে থাকবেন।’

এদিকে আগুয়েরোর স্বদেশী বান্ধবী সোফিয়া কালজেট্টিও করোয়া আক্রান্ত হয়েছেন। ২৪ বছর বয়সী এই মডেল নিজ ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমনিতেই চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচে ম্যানসিটির হয়ে মাঠে নামতে পেরেছেন অ্যাগুয়েরো। হ্যামস্ট্রিং ইনজুরির পর হাঁটুর সমস্যায়ও পড়তে হয়েছে তাকে।

চলতি মাসে বির্মিংহামের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে ফেরার কথা ছিল অ্যাগুয়েরোর। তার আগেই করোনা হানা এনেছে ৩২ বছর বয়সী এই তারকার দেহে।

আগামী ৭ ফেব্রুয়ারি লিভারপুলের বিপক্ষে লড়বে সিটিজেনরা। তার আগে দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে অবশ্যই চাইবেন কোচ পেপ গার্দিওলা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের এফএ কাপের ফাইনালে সিটি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
ফের শীর্ষে আর্সেনাল
X
Fresh