• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৩ বছর ২৭৩ দিন পর লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২১, ০৮:৫১
burnley vs liverpool, rtv online
ছবি- সংগৃহীত

অ্যানফিল্ডে জয়ের রথ থামল। টানা ৬৯ প্রিমিয়ার লিগ ম্যাচে জয়ের পর হারতে হলো লিভারপুলকে। বার্নলের বিপক্ষে ০-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

ঘরের মাঠে সবশেষ ২০১৭ সালের ২৩ এপ্রিল ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল অলরেডদের।

বৃহস্পতিবার পয়েন্ট টেবিলের নিচের সারির দল বার্নলের বিপক্ষে মূল আক্রমণভাগ নিয়ে মাঠে নামেনি লিভারপুল। দলের দুই প্রধান তারকা মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে ছাড়াই একাদশ সাজান জার্মান কোচ ক্লপ।

শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্বাগতিকদের। তবে ১৩ মিনিটে সুযোগ ছিল বার্নলের এগিয়ে যাওয়ার। অসাধারণ এক সেভ করেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার।

অন্যদিকে ৪৪ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ডিভক অরিগি।

প্রথমার্ধে বলের দখল আর আক্রমণ সব মিলিয়ে দাপট দেখায় লিভারপুলই। আক্রমণভাগের ধার আরও বাড়াতে মাঠে নামানো হয় সালাহ-ফিরমিনিকো। তবু শেষ রক্ষা হয়নি। ৮৩ মিনিটে পেনাল্টি পায় বার্নলে দলের হয়ে আসলে বার্নেস শট নিলে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩ বছর ২৭৩ দিন পর ঘরের মাঠে হার দেখলো বর্তমান চ্যাম্পিয়নরা।

ইংলিশ লিগে ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট তুলে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। ১৬তম স্থানে থাকা বার্নলে ১৯ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিরোপা স্বপ্নে হোঁচট খেল লিভারপুল
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
X
Fresh