• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ম্যাক্সওয়েল-প্রীতির ‘ব্রেকআপ’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২১, ১৫:৪৬
glenn maxwell preity zinta kings xi punjab, 2021 ipl, rtv onilne
ম্যাক্সওয়েলের সঙ্গে প্রীতি

নতুন বছর শুরু হতে না হতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দামামা বেজেছে। শুরু হয়ে গিয়েছে দল গোছানোর প্রস্তুতি। করোনার কারণে সবশেষ আসর সংযুক্ত আরব আমিরাতে বসেছিল। ২০২১ সালে ঘরেই আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) তার আগে আগামী মৌসুমের জন্য দলগুলো কোন ক্রিকেটারদের ধরে রেখেছে, কাদেরই বা ছেড়ে দিয়েছে, তার তালিকা প্রকাশ করে ৮ ফ্র্যাঞ্চাইজি।

সব ঠিক থাকলে চলতি বছরের মার্চ-এপ্রিলে আয়োজন হওয়ার কথা টি-টোয়েন্টির জমজমাট এই টুর্নামেন্ট। ১৪তম আসরে লাসিথ মালিঙ্গাকে বাদ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এমন ঘোষণার পর লঙ্কান পেস কিংবদন্তিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। এদিকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথকে। অন্যদিকে অ্যারন ফিঞ্চকেও আর রাখতে চায় না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিদায় জানানো খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে আলোচনায় গ্লেন ম্যাক্সওয়েলের নাম। অজি অলরাউন্ডারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলিউড তারকা প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।

২০১২ সালে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে আইপিএল যাত্রা শুরু হয়েছিল ম্যাক্সওয়েলের। পরের আসরেই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে মুম্বাইয়ে যোগ দেন তিনি। প্রায় সাতকোটি রুপিতে ম্যাক্সিকে নিজেদের করে নেয় ইন্ডিয়ানসরা। ২০১৭ সালে ৬ কোটি রুপিতে যোগ দেন প্রীতির পাঞ্জাবে। ২০১৭ সালে আবারও ডেয়ার ডেভিলসে জার্সিতে খেলেন অজি তারকা। পরের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে অংশ নেন আইপিএলে। ২০২০ সালে আবারও যোগ দেন কিংস ইলেভেনে। এবার ১০ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাবের হয়ে খেলতে নামেন। যদিও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।

একনজরে দেখে নিবো আইপিএলের দলগুলোর বর্তমান পরিস্থিতি

মুম্বাই ইন্ডিয়ানস

যাদের রেখে দিয়েছে

রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, ক্রিস লিন, আনমোলপ্রীত সিং, কাইরন পোলার্ড, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, অনুকূল রায়, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, ধবল কুলকার্নি, মহসিন খান।

যাদের ছেড়ে দিয়েছে

লাসিথ মালিঙ্গা (অবসর), মিচেল ম্যাকলেনাঘান, জেমস প্যাটিমসন, নাথান কুল্টার-নাইল, শেরফেন রাদারফোর্ড, প্রিন্স বলবন্ত রাই, দিগ্বিজয় দেশমুখ।

দিল্লি ক্যাপিটালস

যাদের রেখে দিয়েছে

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, রবিচন্দ্রণ অশ্বিন, ললিত যাদব, হর্শল প্যাটেল, আবেশ খান, প্রবীণ দুবে, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, মার্কাস স্টইনিস, শিমরেন হেটমায়ার, ক্রিস ওকস, ড্যানেয়েল সামস।
যাদের ছেড়ে দিয়েছে

মোহিত শর্মা, তুষার দেশপান্ডে, কেমো পল, সন্দীপ লামিচানে, অ্যালেক্স ক্যারি, জেসন রয়।

সানরাইজার্স হায়দরাবাদ

যাদের রেখে দিয়েছে

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অভিষেক শর্মা, বসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, মোহম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী, সিদ্ধার্থ কর, খলিল আহমদ, টি নটরাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আব্দুল সামাদ, মিচেল মার্শ, জেসন হোল্ডার, প্রীয়ম গর্গ, বিরাট সিং।

যাদের ছেড়ে দিয়েছে

সঞ্জয় যাদব, বি সন্দীপ, বিলি স্টানলেক, ফ্যাবিয়ান অ্যালেন, ইয়ারা পৃথ্বীরাজ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

যাদের রেখে দিয়েছে

বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদত্ত পাড়িক্কল, মোহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জসুয়া ফিলিপ, শাহবাজ আহমেদ, পবন দেশপান্ডে।

যাদের ছেড়ে দিয়েছে

অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ইসুরু উড়ানা, মইন আলি, পবন নেগি, গুরকিরত সিং মান, শিবম দুবে, ডেল স্টেইন, পার্থিব প্যাটেল, উমেশ যাদব।

কলকাতা নাইট রাইডার্স

যাদের রেখে দিয়েছে

ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, নীতীশ রানা, শুভমান গিল, প্যাট কামিংস, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠী, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, টিম সেইফার্ট।

যাদের ছেড়ে দিয়েছে

টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধার্থ এম, সিদ্ধেশ লাড।

চেন্নাই সুপার কিংস

যাদের রেখে দিয়েছে

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, ফাফ ডু প্লেসিস, ডোয়েন ব্র্যাভো, এন জগদীশন, ঋতুরাজ গায়েকোয়াড়, স্যাম কারান, মিচেল সান্টনার, জোশ হ্যাজেলউড, শার্দুল ঠাকুর, করণ শর্মা, কেএম আসিফ, ইমরান তাহির, আর সাই কিশোর, দীপক চাহার, লুঙ্গি এনগিদি।

যাদের ছেড়ে দিয়েছে

কেদার যাদব, পীযূষ চাওলা, মুরলী বিজয়, মনু কুমার, হরভজন সিং, শেন ওয়াটসন (অবসর)।

কিংস ইলেভেন পাঞ্জাব

যাদের রেখে দিয়েছে

কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, মোহম্মদ শামি, মনদীপ সিং, নিকোলাস পুরান, সরফরাজ খান, দীপক হুডা, প্রভসীমরণ সিং, ক্রিস জর্ডন, দর্শন নালকান্ডে, রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিন, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, ইশান পোড়েল।

যাদের ছেড়ে দিয়েছে

গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, হারদাস ভিলজোয়েন, জগদীশ সূচিত, মুজিব উর রহমান, শেলডন কোটরেল, জিমি নিশাম, কৃষ্ণাপ্পা গৌতম, তাজিন্দর সিং।

রাজস্থান রয়্যালস

যাদের রেখে দিয়েছে

সঞ্জু স্যামসন, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, রিয়ান পারাগ, শ্রেয়স গোপাল, রাহুল তেওয়াতিয়া, মহিপাল লোমরোর, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, যশশ্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মনন ভোরা, রবিন উথাপ্পা।

যাদের ছেড়ে দিয়েছে

স্টিভ স্মিথ, অঙ্কিত রাজপুত, ওশেন থমাস, আকাশ সিং, বরুণ অ্যারন, টম কারান, অনিরুদ্ধ যোশী, শশাঙ্ক সিং।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবের পরিবর্তে যাকে দলে ভিড়ালো কলকাতা
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
X
Fresh