• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কাভানি-পগবায় ম্যানইউর শীর্ষস্থান পুনরুদ্ধার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২১, ০৯:১২
pogba cavani MANCHESTER UNITED, RTV online
ছবি- সংগৃহীত

আগের দিন চেলসিকে হারিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছিল লেস্টার সিটি। বৃহস্পতিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়ে কয়েক ঘণ্টার জন্য শীর্ষে উঠে ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহামের বিপক্ষে মাঠে নেমে সিংহাসন পুনরুদ্ধার করল।

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল হজম করতে হয় ইউনাইটেডকে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল অফসাইড। যদিও শেষ পর্যন্ত গোল তুলে নেন ফুলহামের ইংলিশ ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান।

২১ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। ব্রুনো ফার্নান্দেজের ক্রস ঠেকিয়ে দেন ফুলহ্যামের গোলরক্ষক। এডিনসন কাভানির কাছে বল এলে গোল তুলে নেন তিনি।

আরও পড়ুন :

একের পর এক সুযোগ আসলেও শেষ পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না রেড ডেভিলসদের।

ম্যাচের ৬৫তম মিনিটে দুর্দান্ত এক গোল তুলেন পল পগবা। ফুলহ্যামের বক্সের কাছ থেকে বাঁ পায়ের শটে গোল আদায় করে
জয় নিশ্চিত করেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা।

ইংলিশ লিগে ১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন ম্যানইউ। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির মোট পয়েন্ট ৩৮।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও স্বপ্নভঙ্গ কভেন্ট্রির, ফাইনালে ম্যানইউ
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
‘রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচটি দুর্দান্ত’
X
Fresh