• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফেরাটা সহজ ছিল না: সাকিব

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২১, ১৫:৩৪
Shakib, BAN, WI, rtvnews
ছবি- বিসিবি

এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এরসঙ্গে করোনা যোগ হয়ে আগে পরে প্রায় ১৬ থেকে ১৭ মাস ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। কিন্তু ফিরেই কি দুর্দান্ত পারফর্মটাই না করলেন তিনি।

শুধু সাকিব নয়, বাংলাদেশ ক্রিকেটও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে প্রায় ১০ মাস পর। এই ফেরাটা যে মোটেও সহজ ছিল না সেটা অকপটে স্বীকার করেছেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের ম্যাচে নামার আগে সবাই বেশ চিন্তিত ছিলেন বলে জানান ইনিংস শেষে।

‘সব ঠিকঠাক। তবে প্রায় ১৬-১৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছি। শুধু আমি না, সবাই প্রায় ১০ মাস পর খেলছে। সবমিলে সবাই বেশ নার্ভাস ছিল ঠিকই তবে রোমাঞ্চিতও ছিল।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে সাকিব নিয়েছেন ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট। এছাড়া অভিষেকে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ, নিয়েছেন ৬ ওভারে ২৮ রানে ৩ উইকেট। মুস্তাফিজ নিয়েছেন ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট।

এতদিন পর খেলতে নেমেও এমন দুর্দান্ত পারফর্ম নিয়ে সাকিব জানান, ‘আমি শুধু সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি এবং সেটার ফলও পেয়েছি।’

আরও পড়ুন...
অভিষেকে নিজেকে চেনালেন হাসান

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh