• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ছয় জনের অভিষেক উইন্ডিজ একাদশে!

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২১, ১২:০৬
BAN, WICB, Debu, rtvnews
ছবি- আইসিসি

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির ওয়ানডে দল পাঠিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নেমেছে দুই দল।

এই ম্যাচে অভিষেক হয়েছে ৬ ক্যারিবীয়র। তারা হচ্ছেন জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, রুমাহ বোনার, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, ও চেমার হোল্ডার।

জশুয়া দা সিলভার টেস্ট অভিষেক হলেও ওয়ানডে অভিষেক হয়েছে আজ। এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন মাত্র ১০টি ম্যাচ। ১টি সেঞ্চুরি (১০৩*) ও একটি অর্ধশতকে রয়েছে ৩৩১ রান।

আন্দ্রে ম্যাকার্থি অবশ্য লিস্ট ‘এ’ তে খেলেছেন ৬৪ ম্যাচ। ৩৬.৯১ গড়ে রয়েছে ২ হাজার ১৪১ রান। আছে ৩টি শতক আর ১১টি অর্ধশতক।

এনক্রুমাহ বোনার লিস্ট ‘এ’ তে খেলেছেন ৬৩ ম্যাচ। ৪টি শতক ও ১১টি অর্ধশতকে ৩৫.৫৬ গড়ে করেছেন ১ হাজার ৮৮৫ রান।

এছাড়া ব্যাটসম্যান ঝামার হ্যামিল্টন, অল-রাউন্ডার কাইল মায়ার্সেরও লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে এসেছেন জাতীয় দলে। পেসার চিমার হোল্ডারের লিস্ট ‘এ’ ক্রিকেটে রয়েছে ২৫ ম্যাচে ৩৮টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ের্স, জাহমার হ্যামিল্টন, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh