• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তামিমের জন্য ভালোবাসা, দলের জন্য শুভকামনা মাশরাফীর

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১৭:৩৩
ছবি- বিসিবি

দীর্ঘ ১০ মাসের লম্বা বিরতির পর আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে সেটা নতুন নেতৃত্বে। দশ মাস আগেও যে মাশরাফী ছিলেন দলের অধিনায়ক, সেই মাশরাফীই নেই দলের সঙ্গে।

গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব ছাড়ার পর পাল্টে গেছে অনেক কিছুই। আগামী বিশ্বকাপ ভাবনা থেকে দলে রাখা হয়নি মাশরাফী বিন মোর্ত্তজাকে। অস্থায়ী থেকে স্থায়ী অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল।

উইন্ডিজদের বিপক্ষে সিরিজে নামার আগে তামিম যেমনটা বলেছেন, ‘অবশ্যই মাশরাফী ভাইকে মিস করব। উনি দলের জন্য অনেক কিছু করেছেন। এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো’

তেমনটা মাশরাফীও তার প্রিয় সতীর্থদের জন্য শুভ কামনা জানিয়েছেন। বিশেষ করে তার উত্তরসূরি তামিম ইকবালের জন্য।

উইন্ডিজদের বিপক্ষে সিরিজ শুরুর আগে মাশরাফী তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা। ‘তামিম ইকবাল খান’ এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই, বাংলাদেশ।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh