• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আমি সমালোচনা শুনে অভ্যস্ত: তামিম

আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ১২:৩৪
Tamim Iqbal. Bangladesh, RTV ONLINE
তামিম ইকবাল


দীর্ঘ ক্যারিয়ারে বারবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তামিম ইকবালকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম সংক্রান্ত নানা ইস্যুতে প্রভাব পড়তে দেখা গেছে আগেও। বাংলাদেশ অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হচ্ছে বাম-হাতি এই ওপেনারের। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগের দিন দলনায়ক জানিয়ে দিয়েছেন সমালোচনা শুনে অভ্যস্ত তিনি।

করোনাকালীন এই সিরিজে খেলোয়াড়দের কাছে যাওয়ার সুযোগ নেই সাংবাদিকদের। তাই অনলাইনেই সংবাদ সম্মেলন করলেন টাইগার অধিনায়ক।

নেতৃত্ব দেয়ার সময় যদি সমালোচনার মুখোমুখি হতে হয় সেক্ষেত্রে কেমন ভূমিকা থাকবে তামিমের।

‘যত সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয় না অন্য কেউ শুনেছে। আমি এগুলোয় অভ্যস্ত। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কতটুকু উপভোগ করছি। বর্তমানে আমি দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত। সবকিছুর জন্য প্রস্তুত। অধিনায়ক হিসেবে দায়িত্বগ্রহণ করতেও তৈরি।’ বলছিলেন তামিম।

কোন স্টাইল মাঠের দায়িত্ব পালন করবেন? প্রশ্ন করা হয়েছিল অধিনায়কের কাছে।

জবাবে বলেন, ‘আমি আগে সব সময় গুরুত্ব দেই, আমাদের নিজস্ব একটি স্টাইল তৈরি করতে হবে। যার নাম বাংলাদেশি স্টাইল অব ক্রিকেট। সবারই নিজেদের স্টাইল রয়েছে। আমার মনে হয় না অন্য কাউকে অনুসরণ করা উচিৎ। আমরা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী না (শারীরিকভাবে)। অস্ট্রেলিয়ার মতো গঠিত না। আমাদের মধ্যেও এমন অনেক বিশেষ কিছু আছে যা অন্য কারও কাছে নেই। তাই আমি বাংলাদেশি ক্রিকেট ব্র্যান্ড তৈরি করতে চাই। অন্যদের অনুসরণ না করে নিজেদের যে সামর্থ্য আছে সেগুলো নিয়েই এগিয়ে যেতে চাই।’

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। মাঝখানে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা। বদলে গেছে মাঠের নিয়ম। দর্শক থাকবে না গ্যালারিতে। তেমন কোনও অসুবিধা হবে কি তামিমের দলের?

‘করোনার সব নিয়ম আমরা গ্রহণ করেছি। এরই মধ্যে দুইটা টুর্নামেন্টে খেলেছি। আশাকরি তেমন কোনও সমস্যা হবে না।’

দলের তারকা খেলোয়াড়দের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবিয়ানরা। খাতা-কলমে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রস্তুত করাটা কতটা কঠিন?

তামিম বলেন, ‘তাদের দলে কোন খেলোয়াড় আছে কে নাই সেটা আমাদের হাতে নেই। আমাদের কাছে গুরুত্ব হচ্ছে আমরা ম্যাচ জয় করতে চাই। বিশ্বকাপের মূল পর্বে উঠতে হবে এখন থেকেই। তাই প্রতিটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ।’

উইন্ডিজদের বিপক্ষে দলে রয়েছে সাত জন পেসার। অধিনায়ক হিসেবে তামিমের নতুন পেস ইউনিট নিয়ে কতটা আশাবাদী?

‘আমাদের দলের প্রত্যেকেই একাদশে খেলার মতো যোগ্যতা রাখে। সাম্প্রতিক সময় সবাই বেশ ভালো করছে। পেস বোলারদের মধ্যে একাদশে জায়গা পেতে লড়াই চলছে তা অবশ্যই ভালো দিক।’

‘সহজ প্রতিপক্ষ’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে সিরিজ জেতার চিন্তা কি রয়েছে নতুন অধিনায়কের।

তিনি বলেন, ‘সিরিজ জেতা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপাতত গুরুত্ব দিচ্ছি কালকের (বুধবার) ম্যাচটির দিকে। প্রায় ১ বছর পর শুরু করছি। প্রথম ম্যাচটা ভালোভাবে জিততে চাই।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই, তার থেকেই সবাই শিখবে’
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh