• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে সাতশো ম্যাচে প্রথম লালকার্ড (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ০৯:৩০
barcelona vs athletic bilbao, messi career red cards, Asier Villalibre messi red card, RTV NEWS, RTVONLINE
ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে জীবনের প্রথমবার মাঠে নেমেই লাল কার্ড দেখতে হয়েছিল লিওনেল মেসিকে। অভিষেক ম্যাচেই যিনি লাল কার্ড পেয়েছিলেন তার পুরো ক্যারিয়ারে অনেক অনেক লাল কার্ড পাওয়ার কথা ছিল। তবে ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীর দীর্ঘ ক্যারিয়ারে মাত্র তিনটা লাল কার্ড দেখেছেন। দ্বিতীয়টিও এসেছিল জাতীয় দলের হয়ে খেলতে নেমেই। রোববার রাতে এসেছে তৃতীয়টি। যা বার্সেলোনার জার্সিতে প্রথম।

২০০৪ সালে মেসির অভিষেক হয় কাতালানদের হয়ে। সব ধরনের প্রতিযোগিতায় বার্সার হয়ে ৭৫৩ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে আর্জেন্টাইন মহাতারকার নামের পাশে। প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে লাল কার্ড দেখলেন তিনি।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রতিপক্ষ ছিল অ্যাতলেটিক বিলবাও। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মাঠে নেমেই এগিয়ে যায় বিলবাও। চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ব্রাউগ্রানারা।

আরও পড়ুন :

অতিরিক্ত সময়ের শেষ দিকে আক্রমণ চালায় বার্সা। মাঝমাঠ থেকে সতীর্থ জরদি আলবাকে বল বাড়িয়ে দেন মেসি। প্রতিপক্ষের গোল পোস্টের দিকে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। এমন সময় অ্যাসিয়ের ভিলাইব্রে কাঁধ দিয়ে বার্সা অধিনায়ককে রুখার চেষ্টায় ছিলেন। মেসিও দৌড়ে ভেতরে প্রবেশ করার সময় ডান হাত দিয়ে বিলবাওয়ের স্প্যানিশ ফরোয়ার্ডকে মাথায় আঘাত করে ফেলে দেন। মাটিতে লুটিয়ে পড়েন অ্যাসিয়ের। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সাহায্যে লালকার্ড দেখে বিদায় নিতে হয়। পাশাপাশি শিরোপা জয়ের সুবর্ণ সুযোগও হাত ছাড়া হয়।

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রথমবার নেমেছিলেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে। ৬৪ মিনিটে লিসান্দ্রো লোপেজের বদলে মাঠে নামেন তিনি। প্রীতি ম্যাচে মাঠে নামার এক মিনিট পরই লালকার্ড দেখে বের হতে হয় তাকে। ২০১৯ সালে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখেন। যা ১৪ বছর পর প্রথম লাল কার্ড ছিল তার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh