• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের খুঁটিনাটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২১, ১২:০২
manchester united vs liverpool, RTV ONLINE
ছবি- সংগৃহীত

ইয়ুর্গেন ক্লপের দলের দাপটের কারণে এখন আর জমে না লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই। তবে দীর্ঘ আট মৌসুম পর প্রথমবারের মতো লিগের শীর্ষ স্থান দখল করেছে ইউনাইটেড। ২০১৩ সালের পর নিজেদের প্রথম প্রিমিয়ার লিগের শিরোপার খোঁজে রেড ডেভিলসরা। সুযোগ বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের তুলনায় ছয় পয়েন্ট এগিয়ে যাওয়ার। অন্যদিকে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে সাত পয়েন্ট পেছনে ফেলার।

যদিও কাজটা এতটাও সহজ হবে না। কারণ ২০১৭ সালে মে মাস থেকে অ্যানফিল্ডে হারেনি সালাহ-মানেরা। টানা ৬৭ ম্যাচে অপরাজিত তারা। অন্যদিকে চার বছর আগে এই মাঠে ম্যানইউ সবশেষ জয় তুলে নিয়ে ফিরেছিল।

ওলে গানার সোলসকায়েরের অধীনে অলরেডদের বিরুদ্ধে চারবার মাঠে নেমেছে ম্যানচেস্টার। দুই ম্যাচে জয় আর দুটিতে ড্র করেছে রাশফোর্ড-ম্যাগুইররা।

ইতিহাস অবশ্য লাল ম্যানচেস্টারের পক্ষে। সবধরনের প্রতিযোগিতায় দুই দল মুখোমুখি হয়েছে ২৩২ বার। রেড ডেভিলসরা জয় পেয়েছে ৮৮ ম্যাচে। অন্যদিকে ৭৭ ম্যাচে জয় পায় অলরেডরা। ড্র হয়েছে ৬৭ ম্যাচ।

রোববার রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে দুই দল। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস সিলেক্ট-১।

১৭ ম্যাচ খেলে ১১ জয় নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মোট পয়েন্ট ৩৬। সমান ম্যাচে ৯ জয়ে তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩। এক ম্যাচ বেশি খেলে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেইস্টার সিটি।

এদিকে রাত সোয়া একটায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। চলতি আসরে ১৬ ম্যাচ খেলে ৯ ম্যাচে জয় ৫ ম্যাচ ড্র আর ২ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিটিজেনরা। এ ম্যাচে জয়ের মধ্যে তৃতীয় স্থানে উঠতে চায় তারা। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস দুই ম্যাচ বেশি খেলেও ৬ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে রয়েছে। রাত আটটায় টটেনহামের মুখোমুখি হবে শেফিল্ড।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
লুটনকে উড়িয়ে শীর্ষে ম্যান সিটি
আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল
লিভারপুল-ম্যানইউর মহারণ আজ
X
Fresh