logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশ ২০২২ সালের এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে। এর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ক্রিকেট খেলা ছিল না।

শনিবার (১৬ জানুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে এক সভা শেষে বিওএর পক্ষ থেকে জানানো হয় এই তথ্য।

১৯ তম এশিয়ান গেমস ২০২২ সালের ১০-২২ সেপ্টেম্বর চীনের হ্যানজং শহরে অনুষ্ঠিত হবে। ওই আসরে ক্রিকেট দল পাঠাবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ অ্যাথলেটিকস, সাঁতার, বাস্কেটবল, ফেন্সিং, আর্চারি, ফুটবল, জিমন্যাস্টিকস, গলফ, হকি, কাবাডি, কারাতে, ব্রিজ, ব্রিজ, তায়কোয়ান্দো, রোলার স্কেটিং ও ভারোত্তোলনে অংশ নেবে।

দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’ গত বছরের ‌১-১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষ থেকে সেই আসরের তারিখও জানানো হয়েছে। এক বছর পিছিয়ে আগামী ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’।

এছাড়া বাংলাদেশ এ বছরের ১-১৯ সেপ্টেম্বর তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠেয় পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে ১৩টি খেলায় অংশ নেবে বলে জানানো হয়েছে। খেলাগুলো হলো, হ্যান্ডবল, কারাতে, তায়কোয়ান্দো, সাঁতার, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিকস,আর্চারি।

জিএম/ এমকে

RTV Drama
RTVPLUS