• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘মুরগির কলিজা’র সঙ্গে মিসবাহর পরিকল্পনার তুলনা আফ্রিদির

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২১, ১৭:৪২
misbah, Head coach Misbah-ul-Haq has decided to resign from the post of Pakistan’s chief selector, Geo News reported on Wednesday citing unnamed sources. AFRIDI, RTV ONLINE
মিসবাহ উল হক ও শহিদ আফ্রিদি

নিউজিল্যান্ড বিপক্ষে বাজে পারফরমেন্সের পর এবার নতুন মিশনে পাকিস্তান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে চলেছে আনপ্রেডিক্টেবল খ্যাত দলটি। তার আগে ব্যাপক সমালোচনা টিম ম্যানেজমেন্ট নিয়ে। এতে গা ভাসিয়েছেন শহিদ আফ্রিদিও। প্রধান কোচ মিসবাহ উল হকের পদক্ষেপকে ‘মুরগির কলিজা’র সঙ্গে তুলনা করেছেন কিংবদন্তি এই অলরাউন্ডার।

কিউইদের মাঠে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছিল পাকিস্তানকে। অন্যদিকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয় পাকিস্তানকে। সব কিছু ভুলে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে পাকিস্তান।

তার আগে শহিদ আফ্রিদি পাকিস্তানের প্রধান কোচকে পরিকল্পনা পরিবর্তন করতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘পাকিস্তানের হয়ে মিসবাহের কীর্তি অনেক, তবে তা শুধু খেলোয়াড় হিসেবেই। আসলে মুরগির কলিজা নিয়ে খেলা মাঠে নামলে ভালো ফল আশা করা যায় না।’

সাহসী পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়ে সাবেক অধিনায়ক বলেন,‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ নিতে হয়। যারা চাপ নিতে সক্ষম তারাই ভালো করতে পারে। আমি মনে করি খেলোয়াড়দের শরীরী ভাষা পরিবর্তন করতে হবে। সাহস দেখাতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢেলে সাজানো হয়েছে দলকে। প্রাথমিক টেস্ট দলে রাখা হয়েছে ৯ জন নতুন সদস্যকে। ফিরেছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম।

২০ সদস্যের প্রাথমিক দল থেকে প্রথম টেস্টের আগে করা হবে ১৬ জনের দল। করাচিতে আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চার ফেব্রুয়ারি বসবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আগামী ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আয়োজন করা হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’   
X
Fresh