• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় করোনা আক্রান্ত ওয়ালশের ওয়ানডে সিরিজ শেষ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২১, ১৪:১৪
হেইডেন জুনিয়র ওয়ালশ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ উইন্ডিজ শিবিরে। গত ১০ তারিখে বাংলাদেশে পৌঁছানোর পর উইন্ডিজ দলের সবাইকে করোনা পরীক্ষা করা হয়। গত চার দিনে দুইবার পরীক্ষা করা হয়েছে দলের সবার।

প্রথমবার পরীক্ষায় কারও করোনা পজিটিভ ফলাফল না আসলেও বৃহস্পতিবার করা দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন উইন্ডিজ অল-রাউন্ডার হেইডেন জুনিয়র ওয়ালশ।

করোনা পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট-ইন্ডিজ।

‘ওয়ালশকে সবার থেকে আলাদা রাখা হয়েছে। দলের চিকিৎসক প্রেমানন্দ সিংয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে ওয়ালশকে। এ পর্যন্ত ৪ বার পরীক্ষা করা হয়েছে গোটা দলের।’

উইন্ডিজ ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, ওয়ালশের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না। তবে তার বদলি কে হচ্ছেন সেটা এখনও জানায়নি ডেশটির ক্রিকেট বোর্ড।

ওয়ালশের আগামী এক সপ্তায় আরও দুইবার করোনা পরীক্ষা করা হবে। এই দুই পরীক্ষায় নেগেটিভ হলেই মাঠে নামতে পারবেন ২৫ বছর বয়সী ওয়ালশ।

আগামী ১৮ তারিখে বিকেএসপিতে রয়েছে একদিনের প্রস্তুতি ম্যাচ। এরপর ২০, ২২ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh