• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বসেরা অধিনায়ক ইমরান খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৩৩
ইমরান খান

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) জরিপে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ইমরান খান। গত কদিন ধরে আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জরিপ চালায়।

আইসিসি সেরা অধিনায়ক নির্বাচনের জন্য ইমরান খান ছাড়াও আরও চার জনকে মনোনীত করে। তারা হলেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহালি, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং।

শেষ পর্যন্ত দর্শক জরিপে ৪৭.৩ শতাংশ ভোট পেয়ে বিশ্বসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান।

দ্বিতীয় অবস্থানে থাকা বিরাট কোহালির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় দর্শক জরিপে। কোহলি ৪৬.২ শতাংশ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয়। ৬ শতাংশ ভোটে তৃতীয় হয়েছেন ডি ভিলিয়ার্স এবং ল্যানিং পেয়েছেন ০.৫ শতাংশ ভোট।

যদিও এই জরিপে মোটেই খুশি নন ভারতীয় সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে কাটাছেড়া মন্তব্য।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান সরকারের স্থায়িত্ব নিয়ে ইমরানের ভবিষ্যদ্বাণী
ইমরানকে হটাতে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিলেন ডোনাল্ড লু
বিবাহ বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে মুখ খুললেন ইমরান খান
ইমরান খানের কারাগারে হামলার চেষ্টা, আটক ৩ 
X
Fresh