• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে ডিভাইনের রেকর্ড গড়া শতক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৮:০৮
সোফি ডিভাইন

নিউ জিল্যান্ডের উইমেন’স টি-টোয়েন্টি ক্রিকেটে বৃহস্পতিবার দারুণ এক রেকর্ড গড়েছেন সোফি ডিভাইন। ওয়েলিংটন উইমেনের হয়ে খেলা ডিভাইন বৃহস্পতিবার ওটাগো উইমেনের বিপক্ষে করে বসেন ৩৮ বলে অপরাজিত ১০৮ রান!

অথচ জিততে হলে ওয়েলিংটনের লক্ষ্যই ছিল ১২৯ রান। এই কটা রানের ভেতরই ডিভাইন খেলেছেন শত রানের ইনিংস। যদিও এই ডিভাইন মেয়েদের ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন।

ওপেনিংয়ে ব্যাট করতে নেমে একপাশ আগলে রেখে হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি। ৩৬ বলে এই রেকর্ড করতে লেগেছে ৯টি ছক্কা আর ৭টি বাউন্ডারি। ডিভাইনের ব্যাটে ভর করে ১০ উইকেটের জয় পায় ওয়েলিংটন।

দ্রুততম সেঞ্চুরির দিক থেকে এতদিন এক নম্বরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দিয়েন্দ্রো ডটিনের। ডটিন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় খেলেন ৩৮ বলে একশ রানের ইনিংস। এখন থেকে এই রেকর্ডের মালিক সোফি ডিভাইন।

ম্যাচ শেষে জানতে পারেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এখন তার। এই জেনে উচ্ছ্বসিত ডিভাইন বলেন, ‘দীর্ঘ দিন খেলার বাইরে থাকায় অনেকটা নার্ভাস ছিলাম। এখন ঠিক আছি। এমন একটা ইনিংস খেলতে পেরে বেশ আনন্দিত।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh