• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ঘরের মাঠে বেহাল দশা লঙ্কানদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৬:০৪
ছবি- ক্রিকইনফো

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে ইংল্যান্ড ক্রিকেট। বৃহস্পতিবার থেকে গলে শুরু হয়েছে প্রথম টেস্ট। এদিন ম্যাচের আগে ছিটকে যান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

নতুন অধিনায়ক দীনেশ চান্ডিমালের নেতৃত্বে টসে জিতে ব্যাট করতে নেমে নিজেদের কন্ডিশনেই যেন অচেনা লঙ্কানরা। দুই ওপেনার লাহিরু থিরিমান্বে আর কুশল পেরেরার জুটি ভাঙে দলীয় ১৬ রানে। দুই নম্বরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস ফেরেন রানের খাতা খোলার আগে।

দলের বিপর্যয়ে হাল ধরতে ব্যর্থ হয়েছেন পেরেরাও। ২৮ বলে মাত্র ২০ রান করে ফেরেন সাজঘরে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট দিতে থাকে লঙ্কান ব্যাটাররা। অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৭ রান করে ফিরলেও টেস্ট ক্যারিয়ারে পূর্ণ করেছেন ৬ হাজার রান।

এছাড়া ইনিংসের সর্বোচ্চ রান করেন অধিনায়ক চান্ডিমাল। তার ব্যাটে আসে ৭১ বলে ২৮ রান। দাসুন সানাকা করেন ২৩ রান। সিলভার ১৯ আর নিরশন ডিকভেলার ১২ রানে ভর করে ৪৬ ওভার ১ বলেই সব উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে স্বাগতিকরা।

ইংলিশদের হয়ে ৫ উইকেট নেন ডম বেস, ৩টি নেন স্টুয়ার্ট ব্রড আর বাকি ১ উইকেট নেন জ্যাক লিচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh