• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আট মৌসুম পর সিংহাসনে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ০৯:২১
paul pogba manchester united Ole Gunnar Solskjaer, rtv online
ছবি- সংগৃহীত

ওলে গানার সোলসকায়ের শিষ্যদের হয়তো বলে দিয়েছিলেন যেমনেই হোক জয় পেতেই হবে। গুরুর কথা অনুযায়ী মাঠে নেমে গোল পেতে মরিয়া হয়ে উঠেছিল ম্যানচেস্টার ইউনাইডেট। একের পর এক আক্রমণ চালিয়ে কোণঠাসা করে ফেলা বার্নলির বিরুদ্ধে ০-১ গোলে জয় পেয়েছে রেড ডেভিলসরা। দীর্ঘ আট বছর পর প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানে পৌঁছতে পারল লাল ম্যানচেস্টার।

মঙ্গলবার ট্রাফমুর স্টেডিয়ামে জয় সূচক গোলটি করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবা।

ম্যাচের ১৯ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইউনাইটেডের। মার্কস রাশফোর্ডের দেয়া বল বাইসাইকেল কিক নিলেও জালে জড়াতে ব্যর্থ হন অ্যান্থনি মার্শিয়াল।

তিন মিনিট পর বার্নলি ফরোয়ার্ড ক্রিস উড শট নিলেও ম্যানইউর ডিফেন্ডার এরিক বেইলি তা রুখে দেন। ২৪ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড মার্শিয়াল।

৩৬ মিনিটে লুক শয়ের নেয়া ফ্রি কিক থেকে গোল হেডের মাধ্যমে গোল তুলে নেন হ্যারি মাগুয়ের। যদিও ভিএআর দেখে শেষ পর্যন্ত তা বাতিল করে দেয়া হয়। দুই মিনিট পর আরেকটি বাইসাইকেল কিকের দেখা মিলে। এবার এডিনসন কাভানি চেষ্টা করেও ব্যর্থ হন। বিরতিতে যাওয়ার আগে মার্শিয়ালের দূর পাল্লার শট ঠেকিয়ে দেন বার্নলির গোলরক্ষক নিক পোপ।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর আবারও গোলের চেষ্টা চালাতে থাকে সফরকারীরা। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন ব্রুনো ফার্নান্দেজ। তবে তা রক্ষণভাগকে ছেদ করতে পারেনি। তিন মিনিট পর মার্শিয়ালের দেয়া বল গোল পোস্টের কাছে পেয়েও তা জালে জড়াতে পারেননি কাভানি।

রাশফোর্ড, কাভানি, মার্শিয়াল, ব্রুনোরা চেষ্টা চালিও গোল করতে পারছিলেন না। ঠিক এমন সময় দলের ত্রাতা হয়ে উঠেন পগবা। ৭১ মিনিটে ডান দিক থেকে ক্রস করেন রাশফোর্ড। ফ্রেঞ্চ মিডফিল্ডারের কাছে বল আসতেই দুর্দান্ত শটে তা পাঠিয়ে দেন প্রতিপক্ষের পোস্টে। এতে লিড পেয়ে যায় ইংল্যান্ডের সবচেয়ে সফলতম দলটি।

শেষ দিকে দুটি সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি বার্নলি। এই ম্যাচে জয় তুলে ২০১২/১৩ মৌসুমে পর প্রথমবারের মতো ইংলিশ লিগের শীর্ষে পৌঁছেছে ম্যানইউ।

১৭ ম্যাচ খেলে দলটির মোট পয়েন্ট ৩৬। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান বার্নলির।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh