• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বুধবার শুরু প্রিমিয়ার লিগ, জেনে নিন সূচি

অনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি ২০২১, ১৫:৪১
bangladesh football federation premier league bashundhara kings, rtv online,
প্রিমিয়াল লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের প্রথম রাউন্ডের সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম রাউন্ডে ১৩টি দলের মধ্যে ১২টি দলই মাঠে নামছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, শুধু মুক্তিযোদ্ধা সংসদ থাকবে বিশ্রামে।

এবারের লিগে ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, টঙ্গির আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে।

প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচই হবে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, বুধবার বিকেল ৪টায় ২০২০-২১ মৌসুমের লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ উত্তর বারিধারা।

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে আবাহনী লিমিটেড খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এই ম্যাচটিও শুরু হবে বিকেল ৪টায়।

শুক্রবার রাত ৮টায় শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। শনিবার একই সময়ে সাইফ স্পোর্টিং ক্লাব লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।

রোববার রাত ৮টায় আরামবাগ ক্রীড়া সংঘ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। সোমবার বিকেল ৪টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

১৩ দলের এই আসরের অবশিষ্ট রাউন্ডের খেলার খসড়া সূচি দ্রুতই প্রেরণ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে বাফুফে।

এক নজরে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের প্রথম রাউন্ডের সূচি

বসুন্ধরা কিংস বনাম উত্তর বারিধারা

১৩ জানুয়ারি, বুধবার বিকেল ৪টা

আবাহনী লিমিটেড বনাম বাংলাদেশ পুলিশ

১৪ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টা

শেখ রাসেল ক্রীড়াচক্র বনাম ব্রাদার্স ইউনিয়ন

১৫ জানুয়ারি, শুক্রবার রাত ৮টা

সাইফ স্পোর্টিং ক্লাব বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি

১৬ জানুয়ারি, শনিবার রাত ৮টা

আরামবাগ ক্রীড়া সংঘ বনাম মোহামেডান স্পোর্টিং

১৭ জানুয়ারি, রোববার রাত ৮টা

শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম চট্টগ্রাম আবাহনীর

১৮ জানুয়ারি, সোমবার বিকেল ৪টা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
শততম ম্যাচে ব্রাদার্সকে গোল বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
X
Fresh