• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ম্যাচ ড্র করলো ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২১, ১৪:০৮
India drew the match after suffering Australia
অস্ট্রেলিয়াকে ভুগিয়ে ম্যাচ ড্র করলো ভারত

প্রথম ইনিংসে গ্লাভস হাতে দুইটা ক্যাচ মিস করেছিলেন পন্থ। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতে ঠিকই জ্বলে উঠেছেন। মাত্র তিন রানের জন্য ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও দলকে রক্ষা করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে ভারত।

সোমবার পঞ্চম দিনে সফরকারীদের প্রয়োজন ছিল ৩০৯ রান। ৮ উইকেট তুলে নিতে পারলেই ম্যাচটা নিজেদের করে নিতে পারত স্বাগতিকরা।

দিনের শুরু থেকেই ওয়ানডে স্টাইলে খেলছিলেন ঋষভ পন্থ। দলীয় ১০৪ রানে ব্যক্তিগত ৪ রান করে ফিরে যান অধিনায়ক আজিঙ্কা রাহানে। অভিজ্ঞ চেতেশ্বর পূজারার সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন পন্থ। স্কোর কার্ড দেখে মনে হচ্ছিল ৪০৭ রান তাড়া করে ইতিহাস গড়েই ফেলবে ভারত। এমন সময় ভারতের স্কোর বোর্ডে আড়াইশ’রান উঠতেই ফিরে যান এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

ফেরার আগে ২৩ বছর বয়সী পন্থ ১১৮ বলে ৯৭ রান করেন। আরও ২২ রান যোগ হলে আউট হন পূজারাও। এতে পাল্লা ভারী হয় অস্ট্রেলিয়ার। যদিও দলের হাল ধরেন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন।

দুইজনে মিলে খুব বড় রান না তুলতে পারলেও অজি বোলারদের ভুগিয়েছেন ঠিকই। দুজনে মিলে খেলেছেন ২৮৯ বল। তার মধ্যে ২৫৮ বলই ছিল ডট।

দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান। ১৬১ বলে ২৩ রান করেন হনুমা বিহারী। ১২৮ বলে ৩৯ রান করেন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রলিয়া ৩৩৮ ও ৩১২/৬। ভারত ২২৪ ও ৩৩৪/৫। ফল: ম্যাচ ড্র।
ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
X
Fresh