• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পিএসএলে দল পাননি বাংলাদেশিরা, পান কেবল বিপদে পড়লে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২১, ২১:৩১
ছবি- সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানসহ মোট ২০ জন নাম লিখিয়েছিলেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে। আজ রোববার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান।

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হওয়া প্লেয়ার্স ড্রাফটে কেউই দলে টানেনি বাংলাদেশের খেলোয়াড়দের। প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন মোস্তাফিজুর রহমান। ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গোল্ড ক্যাটাগরিতে ছিলেন আবুল হাসান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ। সিলভার ক্যাটাগরিতে ছিলেন আবু সায়েম চৌধুরি, এনামুল হক, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ। অথচ বিশাল এই বহরের একজনও পিএসএল দল পাননি।

আগামী ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে শুরু হবে এবারের আসর। করোনা মহামারির কারণে সব দেশেরই আন্তর্জাতিক সূচী পাল্টে গেছে। স্বাভাবিক ভাবেই এই বছরটা ব্যস্ততায় কাটবে সব দেশেরই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিপদ জেনেও আয়োজন করতে যাচ্ছে এই আসর।

তবে প্রায় সব আসরেই বাংলাদেশি ক্রিকেটাররা খেলেন পিএসএলে। সেটা দলগুলো যখন বিপদে পড়ে। গতবার যেমন তামিম ইকবাল লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন করোনা মহামারির সময় বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে না আসায়। মাহমুদউল্লাহ রিয়াদও তেমনই দল পেয়েছিলেন একই কারণে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh