• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেষ দিনে ভারতের প্রয়োজন ৩০৯ রান, অস্ট্রেলিয়ার ৮ উইকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২১, ১৩:৫০
Australia vs India, 3rd Test, Sydney, 4th day, January 10, 2021, rtv online
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার দেয়া ৪০৭ রানের জবাবে ব্যাট করছে ভারত। সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিনে জয় পেতে ভারতকে করতে হবে আরও ৩০৯ রান। হাতে রয়েছে ৮ উইকেট।

রোববার সিডনিতে চতুর্থ দিনের শেষ দিকে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে ভারতীয়রা। শুভমান গিলকে নিয়ে দুর্দান্ত শুরু করেন রোহিত শর্মা।

দুই ওপেনার মিলে দ্রুত রান তোলায় মনোযোগী হন। দলীয় ৭১ রানে ব্যক্তিগত ৩১ রান তুলে বিদায় নেন গিল। ৯২ রানে ব্যক্তিগত ৫২ রান করে ফেরেন রোহিত।

৯ ও ৪ রানে ক্রিজে রয়েছেন যথাক্রমে চেতেশ্বর পূজারা ও অধিনায়ক আজিঙ্কা রাহানে।

অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট লাভ করেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

এর আগে ৬ উইকেটে ৩১২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অজিরা। ক্যামেরন গ্রিন ৮৪ ও স্টিভ স্মিথ ৮১ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট শিকার করেন নবদ্বীপ সাইনি ও রবিচন্দ্রন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া

৩৩৮ ও ৩১২/৬ (ইনিংস ঘোষণা)

ভারত

২৪৪ ও ৯৮/২

লক্ষ্য ৪০৭ রান প্রয়োজন ৩০৮ রান

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ঐতিহাসিক সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
সম্মান রক্ষার ম্যাচে একশ’র আগেই অলআউট টাইগ্রেসরা
X
Fresh