• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ফেডারেশন কাপের ফাইনালে প্রাইজমানিতে যা থাকছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২১, ১০:৪১
fedaration cup 2020 fixture, live update, bangladesh football federation, rtv online, Bashundhara Kings vs saif sporting live
ছবি- সংগৃহীত

ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে সাইফের সামনে প্রথম শিরোপা।

রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। সম্প্রচার করা হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেজেও।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজেন সমীহ করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবকে। পাশাপাশি নিজেদের ফেভারিট মানতে রাজি হননি তিনি।

সাইফের প্রশংসা করে ব্রুজেন বলেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাব শক্তিশালী একটা দল। উইংয়ে এবং আক্রমণভাগে তাদের ভালো খেলোয়াড় আছে। নিজেদের প্রতিও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। কিন্তু আমরা যদি নিজেদেরকে ফেভারিট মনে করি, তাহলে হারতে শুরু করবো। আমাদের সতর্ক হতে হবে। কেননা, আমরা ইতিবাচক ফুটবল খেলা একটি দলের বিপক্ষে খেলবো। সাইফ দেখিয়েছে তারা ভালো দল। তার ওপর ফাইনালের আগে সাইফ আমাদের চেয়ে একদিন বিশ্রাম বেশি পেয়েছে। আমরা তাদের শক্তির জায়গা জানি, তাদের দুর্বলতাও জানি। তাদের দুর্বলতার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো।’

এদিকে বসুন্ধরা কিংসক এক বাক্যে ফেভারিট মানছেন সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ পল জোসেফ পুট, ‘বসুন্ধরার সঙ্গে আমাদের তুলনা হয় না। তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। বড় একটা প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। তবে যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব, সে আত্মবিশ্বাস আমাদের আছে। একটা ভালো খেলা সমর্থকদের উপহার দিতে চাই। আমার মনে হয়, এটা ভালো একটা ম্যাচ হবে। আমরা এ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছি, পাল্টা আক্রমণের ওপর নির্ভও কওে খেলিনি। আক্রমণাত্মক খেলেছি।’

সাইফ কি শিরোপা জয়ের সামর্থ রাখে? পুট বলেন, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব, কিন্তু আপনাকে বাস্তববাদী হতে হবে। সাইফ এর আগে কোয়ার্টার-ফাইনালের বেশি খেলেনি। এবার সেমিফাইনাল খেলেছে, ফাইনালে উঠেছে। ইতোমধ্যে সাইফ ইতিহাস গড়েছে। আমাদের আরও ৯০ মিনিট খেলতে হবে। হতে পারে আরও বড় ইতিহাস গড়ব আমরা।’

দুই দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। বসুন্ধরা কিংস ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে সাইফ স্পোর্টিং।

৩২তম ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ট্রফি ও ৫ লাখ টাকা। ট্রফি ও ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে রানার্সআপ দল। প্রতিটি দলকে ২ লাখ টাকা করে দেয়া হবে অংশগ্রহণ ফি। থাকছে ম্যাচ সেরাসহ টুর্নামেন্ট সেরার পুরস্কার।

আরও পড়ুন:

রোববার টিভিতে খেলার আয়োজনে যা থাকছে

মেসি-গ্রিজমানে বার্সার এক হালি

তুষারাচ্ছন্ন মাঠে রিয়ালের ড্র

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ : গেটম্যান সাইফুল গ্রেপ্তার
দুদিন পর সাইফুলের মরদেহ ফেরত দিলো বিএসএফ
গরু আনতে যাওয়া সাইফুলের ভাগ্যে কী ঘটেছে 
শততম ম্যাচে ব্রাদার্সকে গোল বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস
X
Fresh