• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেডারেশন কাপ

ফাইনালের সংবাদ সম্মেলনে হ য ব র ল অবস্থা!

আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ১৭:৩৭
fedaration cup 2020 fixture, live update, bangladesh football federation, rtv online, Bashundhara Kings vs saif sporting live
ছবি- বাফুফে

ফাইনালের মধ্য দিয়ে ঘরোয়া ফুটবলের জমজমাট আসর ফেডারেশনের কাপের পর্দা নামছে রোববার। শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল দুই দলের কোচ ও অধিনায়কের। বসুন্ধরা ঠিক সময়ে যোগ দিলেও সাইফের পক্ষ থেকে এসেছিলেন দুই কর্মকর্তা। এতে চটেছিলেন সাংবাদিকরা।

সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। ২০ মিনিটের মাথায় শুরু না হওয়ায় অপেক্ষারত বসুন্ধরা কোচ অস্কার ব্রুজন সম্মেলন কক্ষ ত্যাগও করতে চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে উপস্থিত হন বাফুফে ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন সাইফের দুই প্রতিনিধিও।

আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন উঠে সাইফের কোচ ও অধিনায়ক কোথায়? জবাবে সাইফের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, আগে থেকেই নির্ধারিত অনুশীলন থাকার কারণে কোচ পল পুট ও অধিনায়ক রিয়াদুল হাসান রাফি যোগ দেননি।

সাইফের টিম ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, ‘বসুন্ধরার মতো আমাদের অনুশীলনের নিজস্ব মাঠ নেই। আমরা যেই মাঠে অনুশীলন করি সেখানে আরও দুইটা দল অনুশীলন করে।আমরা চেয়েছিলাম পরিবর্তন করতে তবে শেষ পর্যন্ত তা সক্ষম হইনি।’

পাশেই বসা বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, নিয়ম না মানায় ডিসিপ্লিনারি কমিটির কাছে বিষয়টি জানানো হবে।

ফেডারেশনের এই কর্মকর্তা বলেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাব নিয়ম বহির্ভূত কাজ করেছে। বিষয়টি ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির কাছে হস্তক্ষেপ করা হবে। তারা যে সিদ্ধান্ত নিবে সেটাই কার্যকর হবে। পেশাদার ক্লাব গুলার কাছ থেকে এরকম আচরণ মোটেও কাম্য নয়।’

এদিকে বসুন্ধরার স্প্যানিশ কোচের কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান।

ব্রুজন বলেন, ‘এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের সকালে অনুশীলন করার কথা ছিল। সংবাদ সম্মেলনের জন্য দ্রুত চলে এসেছি।’

কিংসের অধিনায়ক তপু বর্মন সাইফ স্পোর্টিংকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই দেখছেন।

‘দীর্ঘদিন সাইফের খেলোয়াড়রা এক সঙ্গে খেলছেন। তরুণ খেলোয়াড়রা এখন অভিজ্ঞ। দলের একাধিক খেলোয়াড় জাতীয় দলের সদস্য। সুতরাং তাদেরকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছি।’ যোগ করেন তপু।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানিয়ে দেন সাইফের কোচ ও অধিনায়কের বার্তা ব্যবস্থা করে দেয়া হবে।

অনুশীলন শেষে বিকেলে এক ভিডিও বার্তা পাঠান সাইফের কোচ পল পুট। দুই দলকে ফেরারি ও টয়োটা গাড়ির সঙ্গে তুলনা করেছেন তিনি।

পুট বলেন, ‘প্রতিপক্ষের সঙ্গে আমাদের তুলনা সম্ভব নয়। আপনি ফেরারির সঙ্গে টয়োটার তুলনা করতে পারেন না।’

বসুন্ধরা টানা তিনবারের ফাইনালিস্ট। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং। বিষয়টি মনে করিয়ে এই বেলজিয়ান কোচ বলেন, ‘তারা সবসময় ফাইনালে ওঠে এবং শিরোপার জন্য খেলে। তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কে আমরা খুব ভালো করে জানি।’

প্রায় চার বছর ধরে তার দল একসঙ্গে খেলে আসছে উল্লেখ করে সাইফের অধিনায়ক রাফি বলেন, ‘প্রত্যাশা বলতে সবাই চায় চ্যাম্পিয়ন হতে। বসুন্ধরা আমাদের থেকে ভালো দল। চাপ নেয়ার কিছুই নেই। আমরা ম্যাচটা উপভোগ করতে চাই।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh