• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দুই সেঞ্চুরিতে আইরিশদের হারালো আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২১, ১৯:৪৯

শেষ জায়েদ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আয়ারল্যান্ডকে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। চার ম্যাচ ওয়ানডে সিরিজের আজ শুক্রবার ছিল প্রথম ওয়ানডে।

এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার পল স্টার্লিং ও কেভিন ওব্রেইন। ৩৯ রানে ওপেনিং জুটি ভাঙলেও অ্যান্ডি বিলবার্নিকে নিয়ে লম্বা জুটি গড়েন স্টার্লিং। দুই জনের জুটি ভাঙে দলীয় ১৪১ রানের মাথায় বিলবার্নির ৫৩ রানের বিদায়ে।

তবে আরব আমিরাতের বোলাররা থামাতে পারেনি স্টার্লিংকে। তার অপরাজিত ১৩১ (১৪৮) রানের ওপর ভর করে আইরিশরা সংগ্রহ করে ৫ উইকেটে ২৬৯ রান।

আরব আমিরাতের হয়ে ২ উইকেট নেন রোহান মোস্তফা। ১টি করে উইকেট নেন কাশিফ দাউদ, আহমেদ রেজা ও মাইয়াপ্পান।

জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক দুই ওপেনার লম্বা ইনিংস খেলতে না পারলেও ওয়ান-ডাউনে ব্যাট করতে নেমে রিজওয়ান ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ উসমানের ১৮৪ রানের জুটিতে ছিটকে যায় আইরিশরা।

দুইজনই তুলে নেন সেঞ্চুরি। রিজওয়ান ১০৯ (১৩৬) রানে ফিরলেও ১০২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন উসমান। ১ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিক আরব আমিরাত।

আইরিশদের হয়ে ২টি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থি ও কার্টিস চ্যাম্পার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh