• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইনজুরির থাবায় বিষাদ সাইফের জয়ের আনন্দ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২১, ১৯:৫৫

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে হলুদ-কালো বাহীনি।

বড় জয়ে ফাইনাল নিশ্চিতের আনন্দে মাতোয়ারা হওয়ার কথা যেখানে, সেখানে দুঃসংবাদ সাইফ শিবিরে। কারণ, গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আল-আমিনকে।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ৭৫তম মিনিটে চট্টগ্রামের দলটির মিডফিল্ডার দিদিয়ের চার্লসের ফাউলের শিকার হন আল আমিন। ডান-পায়ে প্রচণ্ড আঘাত পেলে মাটিতে লুটিয়ে পড়েন সাইফের গুরুত্বপূর্ণ এই সদস্য।

এমন পরিস্থিতিতে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে আইভরিকোস্টের মিডফিল্ডার চার্লসকে বিদায় নিতে হয়।

আল আমিনের চোট এতটাই গুরতর ছিল যে অ্যাম্বুলেন্স করে মাঠ ছাড়তে হয় তাকে। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

সাইফের কোচ পল পুট জানিয়েছেন, চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানানো হবে তাকে নিয়ে।

এদিকে আগামী ১০ জানুয়ারি শিরোপার লড়াইয়ে নামবে সাইফ স্পোর্টিং। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে লড়বে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। দুই দলের মধ্যে বিজয়ী দল প্রতিপক্ষ হবে সাইফের।

ওয়াই/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh