• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেসির দলে করোনা হানা, অনুশীলন স্থগিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১১:৩৭
two-members-of-the-first-team-staff-test-positive-for-covid-19, MESSI, MASK, BARCELONA, LA LIGA, RTV ONLINE
লিওনেল মেসি || ফাইল ছবি

বার্সেলোনা দলে আঘাত হেনেছে করোনাভাইরাস। লা লিগার দলটির দুইজন স্টাফ আক্রান্ত হয়েছেন। ফলে স্থগিত হয়েছে অনুশীলন।

বুধবার রাত দুইটায় লিগ ম্যাচে কাতালান দলটির প্রতিপক্ষ অ্যাতলেটিক বিলবাও। তার আগে মঙ্গলবার অনুশীলনে নামার কথা ছিল লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির। দুই স্টাফ আক্রান্তের পর অনুশীলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এদিন সকালে নতুন করে খেলোয়াড়-স্টাফদের করোনা টেস্ট করানো হবে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

সোমবার নিয়মিত পিসিআর টেস্টের পর আক্রান্তের বিষয়টি সামনে এসেছে। এরপরই স্প্যানিশ স্পোর্টস অ্যান্ড হেলথ অথিরিটির কাছে বিষয়টি জানানো হয়েছে বার্সেলোনার পক্ষ থেকে।

এখনও পর্যন্ত লিগে ১৬ ম্যাচে অংশ নিয়েছে ব্লাউগ্রানা শিবির। ৮ জয় ও চারটি করে ড্র ও হেরেছে তারা। ২৮ পয়েন্ট তুলে রোনাল্দ কোম্যানের শিষ্যদের অবস্থান পঞ্চম স্থানে।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২ ম্যাচ কম খেলে ও ২ পয়েন্ট কম তুলে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বিলবাও।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh