• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আবারও বন্ধ জিম্বাবুয়েতে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জানুয়ারি ২০২১, ১৮:৫৯

গত বছর ক্রিকেট বোর্ডের সমস্যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল জিম্বাবুয়ের ক্রিকেটকে। তবে এবার সেসব নয়, করোনা মহামারির কবলে বন্ধ হয়েছে ক্রিকেট।

গত নভেম্বরে পাকিস্তান সফর করলেও দেশে চালু হয়েছিল ঘরোয়া ক্রিকেট। তবে সম্প্রতি দেশটিতে করোনার ভয়াবহতা বাড়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব ধরনের ক্রিকেট। নতুন করে লক-ডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

জিম্বাবুয়ে ক্রিকেট থেকে দেয়া এক বিবৃতিতে রোববার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিকে ৪ ডিসেম্বর থেকে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবার কথা ছিল দেশটিতে। তবে স্থগিত হয়ে গেল অনির্দিষ্ট সময়ের জন্য।

করোনা এই সময়ে পাকিস্তান সফর করলেও আন্তর্জাতিক ক্রিকেট ফেরেনি জিম্বাবুয়েতে। তবে গত অগাস্টে আফগানিস্তানের জিম্বাবুয়ে সফর করারও কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয় সেই সিরিজ। একই মাসে ভারত সফর করারও কথা ছিল জিম্বাবুয়ের। তিন ওয়ানডের সিরিজটাও স্থগিত হয়েছে এই করোনাভাইরাসের কারণে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh