• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সোমবার শুরু হচ্ছে বাফুফের জিমের কাজ, উদ্বোধন মার্চে

আরটিভি নিউজ

  ০৩ জানুয়ারি ২০২১, ১৬:৪৭
bangladesh football federation gym, rtv online
ছবি-আরটিভি নিউজ

একটা জিমের দীর্ঘ দিনের হাহাকার ফুরাচ্ছে ফুটবলারদের। অবশেষে বহু আকাঙ্ক্ষিত জিমের কাজে হাত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার শুরু হচ্ছে বাফুফের জিমের কাজ। উদ্বোধন করা হবে মার্চে।

রোববার বিকেলে এসব তথ্য নিজেই জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

মতিঝিলের বাফুফে ভবনে তিনি বলেন, ‘জিমের কাজ কালকের মধ্যেই শুরু হয়ে যাবে। আশা করছি মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে ‍যাবে। ওই সময়টায় অ্যাকাডেমিও তৈরি হয়ে যাবে।’

সবশেষ ২০২০ সালে বাফুফে নির্বাচনের আগে বলা হয়েছিল নতুন করে নির্বাচিত হলে দ্রুতেই জিম সমস্যার সমাধান করা হবে। গেল মাসে ভবনের লনে জিম তৈরির ইচ্ছা প্রকাশ করা হয়েছিল। এরপর বোর্ড সভায় উত্থাপন করে এই সিদ্ধান্ত নেয়া হলো।

সালাউদ্দিন বলেন, ‘জিম আমাদের আগেই করার কথা ছিল। সবাই জানেন আমাদের অর্থনৈতিক সমস্যা ছিল। এটা অত্যাধুনিক হবে।’

ফিজিও, জিম ইন্সক্টাটর, অ্যানালাইজার সবই থাকছে উল্লেখ করে বাফুফে প্রধান বলেন, ‘জিম সংক্রান্ত সব সরঞ্জাম বিদেশ থেকে আসবে। যা যা প্রয়োজন সবই থাকছে। জিমটা তিনটা ধাপে তৈরি হবে। প্রথম ধাপের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ করা হবে। এক বছরের মধ্যে যে কোনও বিশ্বমানের জিমের সঙ্গে এটি তুলনা করা যাবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশ
X
Fresh