• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বার্সা ছাড়লে সেরা উপায়েই বিদায় নিবো: মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ডিসেম্বর ২০২০, ১১:৫৫
MESSI BARCELONA KOEMAN,  team news, RTV online
লিওনেল মেসি

২০২০/২১ মৌসুম শুরুর আগেই বার্সেলোনাকে বিদায় জানান লিওনেল মেসি। যদিও শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় আসায় শেষ পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকা থেকে যান কাতালান দলটিতেই। বার্সার সঙ্গে ২০২১ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। চুক্তি শেষ হলে কোথায় যাচ্ছেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী সেটিই সবার প্রশ্ন। ধারণা করা হচ্ছে ম্যানচেস্টার সিটি অথবা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হতে পারে নতুন গন্তব্য। তবে বিষয়গুলো নিয়ে আপাতত কথা বলতে আগ্রহী নন তিনি।

স্প্যানিশ টেলিভিশন লা সেক্সটার সঙ্গে আলাপকালে মেসি জানিয়েছেন চলতি মৌসুম শেষ হলে তার ভবিষ্যৎ নিয়ে ধারণা পাওয়া যাবে।

‘বছরের শেষভাগে এসে কিছুই স্পষ্ট করতে পারছি না। এই মৌসুম পরে তা বোঝা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল নিয়ে ভাবা। বছরটা শেষ করা। অন্যসব বাদ দিয়ে শিরোপা জয় নিয়ে চিন্তা করা। আমি জানি না কি হবে। বর্তমানে আমাদের যা আছে সেটায় গুরুত্ব দিচ্ছি। আগামী ছয় মাস কি করতে হবে সেটা নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। এই বছর কি হয়েছে সেগুলো নিয়ে ভাবছি না। এখন বলতে পারবো না সামনে কি হবে। কারণ আমি নিজেও জানি না।’

বার্সার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি। কয়েকদিন আগেই এক ক্লাবের হয়ে পেলের করা ৬৪৪ গোলের রেকর্ড অতিক্রম করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ব্লাউগ্রানা শিবিরের হয়ে মাঠে নেমে জিতেছেন অসংখ্য দলীয় ও ব্যক্তিগত ট্রফি। তাহলে কি এটাই তার শেষ মৌসুম?

‘আমি জানি না থাকব কি থাকব না। যদি বিদায় নিতে হয় তাহলে অবশ্যই সেরা উপায়েই বিদায় জানাবো।’ যোগ করেন লিও মেসি।


১৭ বছরের সম্পর্ক যদি শেষ হয় সেক্ষেত্রে দলের হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

‘আমি সব সময় অনুমান নির্ভর কথা বলি। হয়তো আবারও ফিরবো। এই শহরে ফেরার ইচ্ছা রয়েছে। ইচ্ছা আছে ক্লাবের হয়ে কাজ করার। বার্সেলোনা যেকোনও খেলোয়াড়ের চেয়েও বড়। অবশ্যই আমার চেয়েও বড়। আশাকরি নতুন যে প্রেসিডেন্ট আসবেন, তিনি আমাদের শিরোপার পাল্লা ভারী করতে যথেষ্ট পদক্ষেপ নেবেন।’

ভবিষ্যতে কি হবে তা না জানলেও নিজের ইচ্ছার কথা আবারও প্রকাশ করলেন মেসি। আগামী দিনে মেজর সকার লিগে (এমএসএল) খেলতে আগ্রহ আছে তার।

‘আমি সব সময়ই বলে আসছি। যুক্তরাষ্ট্রে থাকা এবং দেশটির লিগে অংশ নেয়ার প্রবল ইচ্ছা আছে আমার। তবে এটা কি আদৌ সম্ভব কি না, সেটিও জানা নেই।’

অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কোনও সুযোগ আছে? এমন প্রশ্নের উত্তরে মেসি সরাসরি জানান, ‘না, অসম্ভব।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh