• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

শীর্ষ ৩০ নারী নেত্রীর তালিকায় হিজাবি অ্যাথলেট 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ডিসেম্বর ২০২০, ১৪:১৫
Forbes Magazine 30 Under WOMEN ZAHRA LARI, RTV ONLINE
ছবি- সংগৃহীত

ফোর্বস ম্যাগাজিনে শীর্ষ ৩০ নারী নেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বের প্রথম হিজাবি আন্তর্জাতিক স্কেটার জাহরা লরি। সংযুক্ত আরব আমিরাতের এই অ্যাথলেট হিজাব পরে স্কেট করার দাবি নিয়ে পরিচয় পেয়েছিলেন।

১৯৯৫ সালে আবুধাবিতে জন্ম নেয়া জাহরা ডিজনির আইস প্রিন্সেস সিনেমা দেখে স্কেটিং শুরু করেন। ২০১২ সালে ইতালিতে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপ প্রতিযোগিতায় জাহরা লরি হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় বিচারকদের বাধার মুখে পড়েন।

বিষয়টি নিয়ে সে সময় বেশ আলোচনা হলে ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান ‘নাইকি’ এ সমস্যা সমাধানে এগিয়ে আসে।

২০১৭ সালে আন্তর্জাতিক আসরে প্রথম নারী হিসেবে হিজাব পরে ফিগার স্কেটিং প্রতিযোগিতায় অংশ নেন।

চলতি বছর ফোর্বস ম্যাগাজিনে অনূর্ধ্ব ৩০ শীর্ষ নারীনেত্রীর তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের এ প্রথম হিজাবি তরুণী।

মিডল ইস্ট মনিটরকে তিনি বলেন, ‘হিজাব ছাড়া আমি জহরা লাহরি হতে পারতাম না। হিজাব আমারই অংশ। হিজাব পরে যখন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন ভাবিনি এটা আমার জীবনে এতটা প্রভাব ফেলবে। আমি বিশ্ববাসীকে প্রমাণ করতে চাই আমিরাতের নারীরা পিছিয়ে নেই।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh