স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১০:২৮
করোনায় দুটি বিশ্বকাপ স্থগিত

করোনাভাইরাসের দাপট থামছে না তাই নতুন বছরে হতে চলা দুটি বিশ্বকাপ স্থগিত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বসার কথা ছিল। ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়ে দিয়েছে ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব নয় টুর্নামেন্ট দুটি।
ফিফা বলছে, ‘কোভিড-নাইনটিন অতিমারিতে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আয়োজনের চ্যালেঞ্জটা অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশে এখনও আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা চলছে। দুটি টুর্নামেন্ট দুটি আয়োজন করার মতো পরিস্থিতি এখনও হয়ে উঠেনি।’
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানায়, ২০২১ সালের টুর্নামেন্ট স্থগিত হলেও সেগুলো বসবে ২০২৩ সালে। আয়োজক ঠিকই থাকছে। সেই লক্ষ্যে আয়োজক দেশগুলোর সঙ্গে কাজ করে যাবে ফিফা।
করোনা প্রভাবে স্থগিত হয় ২০২০ ইউরো ও কোপা আমেরিকা। ২০২১ সালের জুন পর্যন্ত স্থগিত রয়েছে টুর্নামেন্ট দুটি। চলতি বছরের আফ্রিকান নেশন্স কাপও মাঠে গড়ায়নি। ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি।
ওয়াই