• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বাবরকে ধর্ষণ মামলা থেকে মুক্তি পেতে ১ কোটি রুপি দিতে হবে

স্পোর্টস ডেস্ক

  ২৫ ডিসেম্বর ২০২০, ১১:৫৪

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

এই ক্রিকেটারের তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরের সময় তার বিরুদ্ধে আনা হয় যৌন নিগ্রহ ও মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ, করা হয় মামলা।

বাবর আজম বিরুদ্ধে মামলাটি করেন লাহোরের বাসিন্দা হামিজা মুখতা। ওই নারীর মূল অভিযোগ ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেটি রাখেননি বাবর। এছাড়া তার ওপর যৌন নির্যাতনও করা হয়েছে। এই অভিযোগের প্রমাণস্বরুপ বাবরের সঙ্গে বার্তালাপের ছবিও সংবাদমাধ্যমে দেখিয়েছেন হামিজা।

এদিকে বাবরের আইনি পরামর্শক দলের অভিযোগ, বাবরকে ব্ল্যাকমেইল করছেন হামিজা এবং দাবি করছেন পাকিস্তানি মুদ্রায় ১ কোটি রুপি। এই অর্থ দিলে বাবরের ওপর করা এই মামলা তুলে নেবেন হামিজা। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বাবরের আইনি পরামর্শক দল।

তবে বাবরের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, তারা হামিজাকে একটা পয়সাও দেবে না। পাশাপাশি আদালতের কাছে তারা দ্রুত এ মামলার নিষ্পত্তি করতে আর্জি জানিয়েছে। আপাতত এ মামলা মুলতবি ঘোষণা করেছেন আদালত এবং হামিজাকে তার পূর্ণাঙ্গ বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়েছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম
রংপুরকে নিয়ে যে বার্তা দিলেন বাবর আজম
X
Fresh