• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

মাহমুদউল্লাহর ব্যাটে লড়াই করার পুঁজি খুলনার

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২০, ১৮:২৭
ছবি- বিসিবি

মন্থর ব্যাটিং জেমকন খুলনার। ফাইনাল বরাবরের মতোই উত্তেজনার থাকে কিন্তু খুলনা এই কটা রান দিয়ে শেষ পর্যন্ত ম্যাচটা কতটা উত্তেজনায় রূপ দিতে পারে সেটাই দেখার অপেক্ষা।

বিকেলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এদিন সাকিব আল হাসানকে ছাড়াই নামে খুলনা। কেননা, ফাইনালের আগেই পারিবারিক কারণে দল ছাড়তে হয় তাকে।

ব্যাট করতে নেমে নাহিদুল ইসলামের করা প্রথম ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন জহুরুল ইসলাম অমি। আরেক ওপেনার জাকির হাসান প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও দুই নম্বরে ব্যাট করতে নামা ইমরুল কায়েস ফেরেন ৮ বলে ৮ রান করে।

ইমরুলের বিদায়ের পর জাকির হাসানও ফেরেন ২০ বলে ৩৫ রান করে মোসাদ্দেক হোসেনের বলে ক্যাচ দিয়ে। এরপর আরিফুল হকের ২১ (২৩), শুভাগত হোমের ১৫ রানে বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

রিয়াদ দলের বিপর্যয় সামলেছেন দারুণভাবে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৮ বলে ২ ছয় আর ৮ চারে খেলেন ৭০ রানের ইনিংস। কুড়ি ওভার শেষে ৭ উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, একটি করে নেন মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh