• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ফাইনালে খেলার লক্ষ্যে ব্যাটিংয়ে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৩০
ছবি- বিসিবি

এলিমিনেটরের ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নেমেছে বেক্সিমকো ঢাকা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনার কাছে হেরে ঢাকার প্রতিপক্ষ হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচটিতে যারা জিতবে তারাই ফাইনালে সঙ্গী হবে জেমকন খুলনার। সেই লক্ষ্যে বিকেলে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

এদিকে গতকাল বরিশালের বিপক্ষে ম্যাচে দলের অন্য সদস্য নাসুম আহমেদের সঙ্গে বিবাধে জড়িয়ে বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ (২.৬) মাত্রার অপরাধ অনুযায়ী কোডের ৭.৫ ধারা অনুযায়ী মুশফিকের সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট ও ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানাও করা হয়েছে।

এদিকে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা চট্টগ্রামের সামনে বড় সুযোগ ফাইনালে খেলার। লিগ পর্ব শেষে দলটি পয়েন্ট টেবিলের এক নম্বরে ছিল।

ঢাকা: মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেট-রক্ষক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, আকবর আলী, ইয়াসির আলী, সাব্বির রহমান, আল-আমিন, মুক্তার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি।

চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেট-রক্ষক), মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, নাদিফ চৌধুরী, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রকিবুল হাসান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh