• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ফাইনালে যেতে চট্টগ্রামকে টপকাতে হবে খুলনার বড় সংগ্রহ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:১৭
৫১ বলে ৮০ রান করেন ঝুরুল ইসলাম

শুরুতে জহুরুল ইসলাম, এরপর মাহমুদউল্লাহ রিয়াদ। দুইজনের ঝোড়ো দুই ইনিংসে খুলনার বড় সংগ্রহ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।

টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ওপেনার জহুরুল ইসলাম অমি। সঙ্গে আরেক ওপেনার জাকির হোসেনের ২২ বলে ১৬ রানের মন্থর ইনিংস খেলার পর বিদায় নিলে ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন অমি। শেষ পর্যন্ত ৫১ বলে খেলেন ৮০ রানের ইনিংস।

সঙ্গে ইমরুল কায়েসের ১২ বলে ২৫ রান করে বিদায়ের পর মাহমুদউল্লাহ জড় তোলেন চার-ছয়ের। সঞ্জিতের এক ওভারে হাঁকান ৩টি ছয়। শেষ পর্যন্ত ৯ বলে ৩টি ছয় আর ২টি চারে ৩০ রান করে ফেরেন সাজঘরে।

আজ অবশ্য সাকিব আল হাসানকে পনের রানের নিচে ফিরতে হয়নি সাজঘরে। শেষ দিকে আরিফুলের ১৫, সাকিবের ২৮ আর মাশরাফী বিন মোর্তজার ১ ছয়ে ভর করে ২১০ রান তুলে খুলনা।

চট্টগ্রামের হয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান, ১টি করে উইকেট নেন সঞ্জিত শাহা ও মোসাদ্দেক হোসেন।

এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh