• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

লিগ পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষে যারা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:০৮
Those at the top of the bat-ball at the end of the league season
রান সংগ্রাহকের দিকে শীর্ষে লিটন দাস

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্ব শেষ, আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে প্লে-অফের খেলা। পাঁচ দলের মধ্যে প্লে-অফে খেলা চারটি দল যথাক্রমে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। পাঁচ নম্বর দল হিসেবে মিনিস্টার গ্রুপ রাজশাহী ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। রাজশাহী বাদ পড়লেও দাগ রেখে গেছেন শীর্ষত্বের তালিকায়।

লিগ পর্ব শেষে এখন পর্যন্ত সর্বোচ রান সংগ্রাহকের তালিকায় আছেন চট্টগ্রামের লিটন দাস। ৭ ম্যাচে ৬১.২ গড়ে রান তুলেছেন ৩০৬ রান। ছিল ৩টি অর্ধশত রানের ইনিংস। লিটন ছাড়াও এই তালিকার সেরা পাঁচে আছেন বরিশালের তামিম ইকবাল, রাজশাহীর নাজমুল হোসেন শান্ত, চট্টগ্রামের সৌম্য সরকার ও ঢাকার নাঈম শেখ। স্ট্রাইক রেটের দিক থেকে অবশ্য সবার উপরে আছেন নাজমুল হোসেন শান্ত।

সর্বোচ্চ রান সংগ্রাহক

নাম

ম্যাচ

রান

গড়

স্ট্রাইকরেট

৫০

১০০

সর্বোচ্চ

লিটন

৩০৬

৬১.২

১২৫.৪০

৭৮*

তামিম

৩০২

৪৩.১৪

১১৯.৩৬

৭৭

শান্ত

৩০১

৩৭.৬২

১৫৬.৭৭

১০৯

সৌম্য

২৫৩

৩৬.১৪

১২৭.৭৭

৬৩

নাঈম

২৪৩

৩০.৭৭

১৩৯.৬৫

১০৫

স্ট্রাইক রেটের দিকে সবার উপরে থাকা শান্ত ছয় হাঁকানোর তালিকায় আছেন এখন পর্যন্ত সবার উপরে। ৮ ম্যাচে মোট ২১ ছয় হাঁকিয়েছেন এই ওপেনার। এছাড়াও রয়েছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার ও রাজশাহীর শেখ মেহেদী হাসান।

সর্বোচ্চ ছয়

নাম

ম্যাচ

ছয়

দল

নাজমুল শান্ত

২১

রাজশাহী

নাঈম শেখ

১৮

ঢাকা

পারভেজ

১৫

বরিশাল

সৌম্য সরকার

১১

চট্টগ্রাম

শেখ মেহেদী

১১

রাজশাহী

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক ম্যাচ না খেলেও সবার শীর্ষে ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। গড় কিংবা ইকোনমির দিক থেকেও রয়েছেন সবার উপরে। এছাড়াও আছেন ফরচুন বরিশালের কামরুল ইসলাম রাব্বী। এই পেসার হ্যাটট্রিকও করেছেন খুলনার বিপক্ষে ম্যাচে। আছেন একমাত্র পাঁচ উইকেট পাওয়া স্পিনার ঢাকার রবিউল ইসলাম রবি, খুলনার শহিদুল ইসলাম ও ঢাকার মুক্তার আলী।

সর্বোচ্চ রান সংগ্রাহক

নাম

ম্যাচ

ওভার

গড়

ইকনোমি

উইকেট

মুস্তাফিজ

২৭.১

৯.৭৫

৫.৭৪

১৬

রাব্বী

২৯.০

১৭.৫৭

৮.৪৮

১৪

শহিদুল

২২.৫

১৩.২৩

৭.৫৩

১৩

মুক্তার

২৬.০

১৮.৩৮

৯.১৯

১৩

রবিউল

১৮.৩

১১.১৬

৭.২৪

১২

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh