• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফেডারেশন কাপ

একই গ্রুপে আবাহনী-মোহামেডান  

অনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:২৮
bangladesh football federation, federation cup bangladesh, rtv online
ছবি- বাফুফে

ফেডারেশন কাপে একই গ্রুপে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। অর্থাৎ মৌসুমের শুরুতেই দেশীয় ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী দ্বৈরথ ‘ঢাকা ডার্বি’ দেখতে পাবে ফুটবল প্রেমীরা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ‘ডি’ গ্রুপের অপর দল হিসেবে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

রোববার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে বসেছিল ফেডারেশন কাপের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান।

চারটি গ্রুপে ভাগ হয়ে দেশের শীর্ষ ১৩টি ক্লাব অংশ নিচ্ছে এই আসরে। এই টুর্নামেন্ট দিয়ে করোনা পরবর্তী ঘরোয়া ফুটবলে ফিরতে চলেছে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপে তিনজন করে অংশ নিলেও ‘বি’ গ্রুপ থাকছে চারটি দল। সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গ্রুপটিতে লড়বে আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা।
‘এ’ গ্রুপে শেখ রাসেল, শেখ জামাল, বাংলাদেশ পুলিশ খেলবে। অন্যদিকে ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ এমএফএস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, জনাব মো. নুরুল ইসলাম নুরু, টিপু সুলতান ও মহিদুর রহমান মিরাজ।

আরও উপস্থিত ছিলেন প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, লিগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের জুনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইউনুস চৌধুরী এবং ১৩টি ক্লাবের প্রতিনিধিবৃন্দ।

আগামী ২২ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসতে চলেছে ‘ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০’।

এক নজরে ফেডারেশন কাপে কে কোন গ্রুপে

গ্রুপ ‘এ’

শেখ রাসেল, শেখ জামাল, বাংলাদেশ পুলিশ

গ্রুপ ‘বি’

সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা

গ্রুপ ‘সি’

বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ

গ্রুপ ‘ডি’

ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা কেসি, ঢাকা মোহামেডান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh