• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক নজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের সূচি

আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯
Fortune Barishal vs Beximco Dhaka Bangabandhu T20 Cup 2020, rtv online
ছবি- সংগৃহীত

সোমবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ রাউন্ড। এরইমধ্যে সেরা চার দল নিশ্চিত হয়েছে। গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

এলিমেটর ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে বরিশাল ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টা।

প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা। সন্ধ্যা সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এদিকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ীর প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল। বিকেল সাড়ে ৪টা শুরু হবে এই ম্যাচ।

এদিকে প্রথম কোয়ালিফায়ার জয়ীর সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী।

রাউন্ড রবিন লিগ পর্বের আট ম্যাচের সাতটিতেই জয় তুলে নেয় চট্টগ্রাম। ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান মোহাম্মদ মিঠুন নেতৃত্বাধীন দলটির।

দ্বিতীয় স্থানে থাকা জেমকন খুলনা জিতেছে চার ম্যাচে। বাকি চারটিতে হেরে মোট পয়েন্ট ৮। সমান ম্যাচে সমান পয়েন্ট তুলেও তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ঢাকা। খুলনার তুলনায় নেট রান রেট কম থাকায় একধাপ নিচে মুশফিকুর রহিমের দল।

শেষ দল হিসেবে প্লে-অফে যাওয়া নিয়ে লড়াই ছিল ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যে। যদিও শনিবার রাতে ঢাকাকে হারিয়ে চতুর্থ স্থান অর্জন করে বরিশাল।

৮ ম্যাচে ৩ জয় আর ৫ পরাজয়ে তামিম ইকবালের দলটির মোট সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে দুই জয় ও ৬ পরাজয়ে ৪ পয়েন্ট তুলতে পেরেছে রাজশাহী।

সবগুলো ম্যাচ বসবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করা হবে টি-স্পোর্টসে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের সূচি

এলিমিনেটর

বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশাল

(১৪ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টা)

প্রথম কোয়ালিফায়ার

গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা

(১৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৫টা)

দ্বিতীয় কোয়ালিফায়ার

এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল

(১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টা)

ফাইনাল

প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী

(১৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা)

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh