• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নারী ফুটবলারদের জন্য নতুন আইন করল ফিফা

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:২২
ফাইল ছবি

নারী ফুটবলারদের জন্য মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। শুক্রবার (৪ ডিসেম্বর) ফিফার পরিচালনা পর্ষদ এই আইন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে।

নুতন আইন অনুযায়ী নারী ফুটবলাররা ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। এ সময় ও পরে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এছাড়া সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি শেষে ক্লাবগুলো তাদের পুনরায় ফুটবলে সম্পৃক্ত করতে বাধ্য থাকবে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক টুইটা বার্তায় বলেন, খেলোয়াড়রা হলো ফুটবলের প্রধান নায়ক। তারাই খেলার প্রধান আকর্ষণ। নারী ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য আমাদের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনের ব্যাপারে আমরা এই পদক্ষেপ নিয়েছে। তাদের যেন এই সময়ে কোনও ধরনের দুশ্চিন্তায় পড়তে না হয় সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া নারী ফুটবলারদের উজ্জীবিত করতে চাইলে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। নতুন আইনে কোচদের জন্যও বৃহত্তর সুবিধার সুযোগ থাকবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্তান প্রসবের পর নারী ফুটবলারের মৃত্যু
আলোচিত হারমোসোর গোলেই অলিম্পিকে স্পেন
X
Fresh