• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন গোলরক্ষক জিকো

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১২:২৫
bangladesh vs qatar football, rtv online,  Anisur Rahman Zico, RTV online
ছবি- বাফুফে

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের দেশটি ৫-০ গোলে জয় তুলে মাঠ ছেড়েছে।

শুক্রবার রাজধানী দোহায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় কাতার। ৯ মিনিটে আব্দুলআজিজ হাতেমের গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা। ম্যাচের ৩৪ মিনিটে আকরাম আফিফের গোলে ব্যবধান বাড়ায় আগামী বিশ্বকাপের আয়োজকরা। ৭২ ও ৭৮ মিনিটে আলমোয়েজ আলী দুটি গোল তুলে নেন। বাকি গোলটি আসে অতিরিক্ত সময়ে আকরাম আফিফের পা থেকে।

পাঁচ পাঁচটি গোল হজম করলেও আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে এদিন দলের সবচেয়ে সেরা পারফরম্যার ছিলেন লাল-সবুজদের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

কাতারের নেয়া ৩২টি শটের মধ্যে ১৫টিই ছিল নির্ধারিত লক্ষ্যে। তার মধ্যে কমপক্ষে ১০টি সেভ করেছেন ২৩ বছর বয়সী এই গোলরক্ষক।