• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বরিশালকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো খুলনা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৪৯
Khulna came to Barisal twice a day
জাকির হাসান ৪২ বলে ৬৩ রান || ম্যাচ সেরা

পয়েন্ট টেবিলে তিন আর চার নম্বরে ছিল জেমকন খুলনা আর ফরচুন বরিশাল। আজ দুই দলই খেলতে নেমেছিল নিজেদের পঞ্চম ম্যাচ। এই বরিশালকে ৪৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে জেমকন খুলনা। জেমকন খুলনার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা ছিল ছন্নছাড়া। শুরুতে তামিম ইকবাল ২১ বলে ৩২ রানের ইনিংস খেলার আগে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন ২৬ বলে ১৯ রান করে।

এরপর আফিফ হোসেনের ৩ রানে ফেরার পর তৌহীদ হৃদয় খেলেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। ইরফান শুক্কুরের ১৬ (২০) আর মাহিদুল অংকনের ১০ রানে বিদায়ের পর বাকিরা পার হতে পারেননি দশ রানের কোঠাও। শেষ পর্যন্ত বরিশাল থামে ১৯.৫ ওভারে ১২৩ রানে। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন শুভাগত হোম, শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ। এছাড়া ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও আল আমীন।

এর আগে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে খুলনার ওপেনার জাকির হাসানের ৪২ বলে ৬৩ রানের ইনিংস আর ইমরুল কায়েসের ৩৭ ও মাহমুদউল্লাহর ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে বরিশাল। খুলনার হয়ে ৩ উইকেট নেন কামরুল ইসলাম, ২ উইকেট নেন তাসকিন আহমেদ ও একটি নেন তানভির ইসলাম।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিলারের বউয়ের জন্য যে উপহার পাঠালো ফরচুন বরিশাল
বিপিএলে কে কোন পুরস্কার পেলেন
প্লে-অফে টস জিতে ফিল্ডিংয়ে ফরচুন বরিশাল
টস জিতে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল
X
Fresh