• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

সুজনের আশা, দ্রুত ফর্ম ফিরে পাবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২০, ২২:১৪
সুজনের আশা, দ্রুত ফর্ম ফিরে পাবেন সাকিব
ফাইল ছবি

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় দীর্ঘ এক বছর ছিলেন ক্রিকেটের বাইরে। নিষেধাজ্ঞা থেকে ফিরেই খেলছেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। জেমকন খুলনার হয়ে এরই মধ্যে খেলেছেন চারটি ম্যাচ।

এই চার ম্যাচে বল হাতে ফেরার আভাস দিলেও ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ সাকিব আল হাসান। চার ম্যাচে করেছেন মাত্র ৪১ রান। যেখানে সর্বোচ্চ রানের ইনিংস ১৫।

কিন্তু ব্যাট হাতে কবে ফর্মে ফিরবেন সাকিব? টি-টোয়েন্টি কাপ শেষেই খেলোতে হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ। তার আগেই তো পুরোপুরি প্রস্তুত হতে হবে ওয়ানডের এই সেরা অল-রাউন্ডারকে।

তবে সাকিবকে নিয়ে আশা দেখছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক অধিনায়কের আশা দ্রুতই ফর্মে ফিরবেন এই বাঁহাতি অল-রাউন্ডার।

‘অনেকদিন পর সাকিব ক্রিকেটে ফিরলো। সাকিব তো সাকিবই। নাম্বার ওয়ান অলরাউন্ডার। এখনো ব্যাট হাতে সাকিবকে সেভাবে দেখিনি। বল হাতে তো ওর যেটা স্বভাবসুলভ সেটা করছে। প্রতি ম্যাচেই ভালো বল করছে।’

ব্যাট হাতে সাকিবের ফর্মে ফেরা নিয়ে সুজন বলেন, ‘ব্যাট হাতে তো ওর কাছে প্রত্যাশাটা সবারই অনেক বেশি। আমি বিশ্বাস করি সে ভালো খেলোয়াড়। সারাবছরেরই সে পারফর্মার সত্যি কথা বলতে গেলে। সে কামব্যাক করবে। হয়তো সময় নিচ্ছে। অনেকদিন পর বলে অনেকদিন পর বলে সমন্বয়ের ব্যাপারটা থাকছে। আমি মনে করি সে দ্রুতই ফিরে আসবে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh