• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রতিকূল কন্ডিশনে ভালো কিছুর অপেক্ষা জামালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২০, ১৯:১৭
প্রতিকূল কন্ডিশনে ভালো কিছুর অপেক্ষা জামালের
জামাল ভুঁইয়া

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে শুক্রবার স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বেশ কদিন ধরে নিজেদের প্রস্তুত করে নেয়ার চেষ্টায় ছিল জেমি ডের শিষ্যরা।

মূল ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচে হেরে যায় জামাল ভুঁইয়ারা। তাতে অনুমান করা যায় কাতারের কন্ডিশন বাংলাদেশ দলের প্রতিকূলে। জামাল ভুঁইয়াও স্বীকার করেছেন এমনটা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল ভুঁইয়া বলেন, প্রতিকূল কন্ডিশন ছাপিয়ে ভালো কিছু করা, পয়েন্ট আদায় করা।

‘আশা করছি ভালো কিছু হবে। আগামীকালকে ম্যাচে লক্ষ্য হচ্ছে ১ পয়েন্ট আদায় করে নেওয়া। ওরা অনেক শক্তিশালী দল। কাতার এখন এশিয়াতে এক নাম্বার, সুতরাং ১ পয়েন্ট আদায় করার লক্ষ্য থাকবে।’

ম্যাচের আগে দলের অবস্থা নিয়ে জামাল বলেন, ‘দলের অবস্থা অনেক ভালো এখন। পাঁচ সপ্তাহ যাবত খুব কঠিন অনুশীলন করেছি। এরই মধ্যে চারটি ম্যাচও খেলেছি। ফিটনেস খুবই ভালো। সবাই এখন মোটামুটি শতভাগ ফিট আছে।’

ফিফা র‍্যাকিংয়ে এশিয়া অঞ্চলে পাঁচ নম্বরে কাতার এবং বিশ্বে ৫৯তম। এদিকে কাতারের বিপক্ষে মাঠে নামার আগে ফিফা র‍্যাকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। জামালদের অবস্থান এখন ১৮৪তম। তবে র্যাং কিং ছাপিয়ে জামালের চাওয়া পয়েন্ট। তাই নিজেদের ভুল শুধরে সবাই দল হিসেবে খেলোতে চান।

‘সবাই এক সাথে কাজ করবে। সবাই এক সাথে ডিফেন্ডিং থাকবে। সুতরাং আমি মনে করি, আমরা একটা টিম যারা শুধুই ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার না আমরা সবাই এক সাথে কাজ করবো। আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে চাই। আমরা আমাদের ভুলগুলো অনুশীলনের মধ্যেই আলোচনা করে শুধরানো চেষ্টা করেছি।’

শুক্রবার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh