বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
জেমকন খুলনায় শফিউলের বদলি খালেদ
চোটে ছিটকে পড়েছেন জেমকন খুলনার পেসার শফিউল ইসলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার প্রথম দুই ম্যাচের একাদশে থাকলেও পরে আর খেলা হয়নি তার। এবার একাদশের বাইরে নয়, দলের বাইরেই চলে গেলেন শফিউল।
শফিউলের বদলে জেমকন খুলনায় সৈয়দ খালেদ আহমেদকে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে দলটি।
পিঠের চোট পাওয়ায় দল থেকে ছেড়ে দিতে হয়েছে শফিউলকে। এই টুর্নামেন্টে তার আর খেলা সম্ভব নয়। শফিউলের বদলে খালেদ আহমেদকে নেয়া হয়েছে। কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে দলের সঙ্গে যোগ দেবেন খালেদ।
চলতি আসরে প্রথম ম্যাচে ২টি উইকেটও নিয়েছেন শফিউল। উইকেট দুটি যদিও প্রথম ম্যাচে নিয়েছিলেন তিনি। এদিকে খালেদ আহমেদও চোটের কারনে লম্বা সময় পর ফিরছেন ক্রিকেটে। যদিও অক্টোবরে অনুষ্ঠিত হওয়া তিন দলের বিসিবি প্রেসিডেন্ট’স কাপে খেলেছিলেন দুটি ম্যাচ।
এমআর/