• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ-কাতার ম্যাচের আগে যা জানা প্রয়োজন

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:০৬
bangladesh football world cup qualifiers 2022 qatar vs bangladesh live, squad, news, update, injury, rtv online, sports news live
ছবি- বাফুফে

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে কাতারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টা)। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, বাংলা টিভি ও টি-স্পোর্টস।

দোহার দুহাইল ক্লাবের এই ভেন্যুতে ধারণ ক্ষমতা ১০ হাজার। তবে করোনা অতিমারীর কারণে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন সবমিলিয়ে দুই হাজার দর্শক। বর্তমান পরিস্থিতিতে ধারণক্ষমতার ২০ ভাগ ব্যবহারের অনুমতি দিয়েছে কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে টিকেট কেটে দেখতে পারবেন এই ম্যাচ। দর্শক প্রবেশের জন্য ২৫টি প্রবেশপথ রয়েছে এই ভেন্যুতে।

১৯৭৯ সালে প্রথম বার মুখোমুখি হয় দুই দল। এএফসি এশিয়ান কাপের ওই ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল। ২০০৬ সালে একই টুর্নামেন্টে দুই দফা মাঠে নামে বাংলাদেশ ও কাতার। প্রথম ম্যাচে কাতার জয় পায় ৪-১ গোলে, দ্বিতীয়টিতে ০-৩ গোলে হারতে হয় বাংলাদেশকে।

সবশেষ ২০১৯ সালের অক্টোবরে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপে লড়ে বাংলাদেশ-কাতার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওই ম্যাচটিতে ০-২ গোলে জয় পায় আগামী বিশ্বকাপের আয়োজকরা।

প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের এই ম্যাচটির ফিরতি লেগে কাতারের মাঠে খেলার কথা ছিল আগেই। যদিও করোনার দাপটে তা স্থগিত হয়ে যায়। অবশেষে আয়োজন হচ্ছে ম্যাচটি।

ফিফা র‌্যাংকিয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ আর বর্তমানে কাতারের অবস্থান ৫৯তম।

গেল নভেম্বরে করোনা পরবর্তী ফুটবলে ফেরে বাংলাদেশ। ঘরের মাঠে নেপালের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে অংশ নেয় লাল-সবুজরা। প্রথম ম্যাচে ২-০ গোলে জিতে নেয় আয়োজকরা। দ্বিতীয় ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

হিমালয়ের দেশটির বিপক্ষে ডাক পাওয়াদের নিয়েই কাতার সফরের জন্য দল ঘোষণা করা হয়। ১৯ নভেম্বর সেখানে পৌঁছে প্রস্তুতি ক্যাম্প শুরু করে সফরকারীরা। যদিও করোনা আক্রান্ত হওয়ায় শুরুতে কোচ জেমি ডে দলের সঙ্গে যোগ না দিতে পারেননি তবে বুধবার পৌঁছেছেন দোহায়।

টিম ম্যানেজমেন্ট আশা করছে একদিনের আইসোলেশন শেষ করে ডাগ-আউটে দেখা যাবে এই ইংলিশ কোচকে।

ম্যাচটি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালম মুর্শেদী বেশ আশাবাদী। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক এই ফুটবলার বলেন, কাতারের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। বিজয়ের মাসে যদি বিজয় আনা যায় তা দেশের ফুটবলের জন্য ভালো বার্তা নিয়ে আসবে।

অন্যদিকে অক্টোবরে তুরস্ক সফর করে ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেয় কাতার। ওই ম্যাচটিতে আফ্রিকার শক্তিশালী দলটির কাচে ৫-১ গোলে বড় ব্যবধানে হারে তারা। এরপর নভেম্বরে অস্ট্রিয়া সফর করে সেখানে প্রতিপক্ষ হিসেবে পায় কোস্টারিকাকে। মধ্য আমেরিকার দেশটিকে অবশ্য ১-১ গোলে রুখে দেয়া কাতার দল। ওই সফরে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামে মধ্যপ্রাচ্যের দেশটি। ম্যাচটি ২-১ গোলে হারতে হয় তাদের।

বাংলাদেশের বিপক্ষে নামার আগে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কাতার জাতীয় দলের স্প্যানিশ কোচ ফেলিক্স স্যানচেজ।

একটা বিষয় স্পষ্ট। শক্তির বিবেচনায় এগিয়ে থাকা কাতার বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুতি সেরেছে। তবে ২০১৮ সালে এশিয়ান গেমসে কাতার অনূর্ধ্ব-২৩ দলকে ০-১ গোলে হারিয়ে দিয়েছিল জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেই সুখস্মৃতিই হয়তো সাহস দেবে সফরকারীদের। বাংলাদেশ দল মাঠের লড়াইয়ে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সেটি সময় বলে দিবে।

কাতার দল

আকরাম আফিফ, হাসান আল হায়দস, বৌয়ালেম খোউকি, আবদুল্লাহ করিম হাসান, তারেক, সালমান. ফাহাদ ইউনুস, মোহাম্মদ আবুনাদা, মেশাল, বারশাম, আবদুল্লাহ আবদুলসালাম, ইসমায়েল মহামেদ, করিম বৌদিয়াফ, আলময়েজ আলী, ইয়সেফ আবদুরিসাগ, মোহামেদ ওয়াদ, আবদুলাজিজ হাতিম, মুসাব কাদের, জাসেম গাবের, আহমেদ ফাতিহ, মোয়ায়েদ হাসান, হোমাম আহমেদ, আহমেদ আল আয়েলদিন, আবদুল রহমান ফাহমি, মোহামেদ আয়াস।

বাংলাদেশ দল

আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, পাপ্পু হোসেন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, তপু বর্মণ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, মঞ্জুরুর রহমান মানিক, রায়হান হাসান, জামাল ভূঁইয়া, রবিউল হাসান, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, মানিক মোল্লা, মোহাম্মদ ইব্রাহিম, মামুনুল ইসলাম মামুন, বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন, সুমন রেজা, এম এস বাবলু, মাহবুবুর রহমান, সাদ উদ্দীন, রাকিব হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
৪১২ রানের ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে শুভসূচনা কলকাতার
কাবা থেকে ৩ কিলোমিটারেরও বেশি দূর গেলো তারাবির কাতার
X
Fresh