• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পর্যবেক্ষণ শেষে ‘সন্তুষ্ট’ উইন্ডিজ পরিদর্শক দল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২০, ১৯:৩০
At the end of the observation the ‘satisfied’ Windies observer team
ছবি- বিসিবি

জানুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩টি টেস্ট (প্রস্তাবিত ২টি), ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে এই করোনা মহামারি কালে সব দেশই জৈব সুরক্ষাবলয়ে থেকে ক্রিকেট ফিরিয়েছে।

উইন্ডিজরা জৈব সুরক্ষাবলয়ে থেকেই শেষ করেছে ইংল্যান্ড সফর। এরপর নিউ জিল্যান্ড সফরও হচ্ছে একইভাবে। বাংলাদেশ সফরে আসার আগে এসব সুবিধা নিশ্চিত করতেই দুই সদস্যের একটি পর্যবেক্ষক দল আসে ঢাকা।

তাদের একজন আকশাই মানসিং (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর), অন্যজন স্লোওয়ে (সিকিউরিটি ও সেফটি ম্যানেজার)। দুই সদস্যের এই কমিটি পরিদর্শন করে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও মিরপুরে শের ই বাংলা স্টেডিয়াম। এছাড়াও প্রস্তাবিত হাসপাতাল, হোটেলও পরিদর্শন করেছে চার দিনের সফরে।

পরিদর্শন শেষে আজ বুধবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মানসিং ও স্লোওয়ে। দুজনেই জানান তারা সন্তুষ্ট।

মানসিং বলেন, ‘আমরা এখানে আসার আগে বেশ কিছু মিটিং করেছি এবং বিসিবির প্রোটোকল সম্পর্কে শুনেছি যা অত্যন্ত প্রশংসনীয়। সময় বদলাচ্ছে এবং সবাই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী। এবং আমাদের বাংলাদেশে আসার কারণ ছিল যে সেটি আগামী বছরের শুরুতে সম্ভব হবে কি না।’

মানসিং আরও বলেন, ‘বিসিবি আমাদেরকে প্রোটোকলসমূহের যে বর্ণনা দিয়েছে, সেগুলো অত্যন্ত গভীর চিন্তার পরিচয় দেয়। যেহেতু আমাদের আসার আগে তাদের তিনটি টুর্নামেন্ট হয়েছে, একটি চলমান, সুতরাং তারা অভ্যস্ত। ঢাকা এবং চট্টগ্রামে আমরা যা দেখেছি তা নিয়ে আমরা সন্তুষ্ট। এখানে সুযোগ-সুবিধা দারুণ, কোভিড প্রোটোকল অত্যন্ত স্পষ্ট এবং নিখুঁত। যে হাসপাতাল এবং হোটেল গুলোয় আমরা গিয়েছি সেগুলোর আচরণ ও কাজ কোভিড-১৯ এর জন্য সুপারিশ করা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, স্বাস্থ্যগত দিক থেকে আমরা খুবই খুশি।’

দুই সদস্যের দেখে যাওয়া রিপোর্ট জমা দেয়া হবে উইন্ডিজ ক্রিকেট বোর্ডে। এরপর বাকি সিদ্ধান্ত বোর্ড থেকে আসবে বলে জানান মানসিং।

‘আমাদের পর্যবেক্ষণগুলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড অফ ডাইরেক্টরসের কাছে উপস্থাপন করতে হবে। কিন্তু আমরা খুবই আত্মবিশ্বাসী যে, আমরা যা দেখেছি তা বিশ্বের যেকোনো জায়গার আয়োজনের চেয়ে কম নয়। এখন পর্যন্ত আমরা খুবই খুশি।’

উইন্ডিজ ক্রিকেটের সিকিউরিটি ও সেফটি ম্যানেজার স্লোওয়ে বলেন, ‘ আমি যা দেখেছি তাতে আমি সন্তুষ্ট। আমাদের কাছে বিসিবির উপস্থাপন করা নিরাপত্তা পরিকল্পনা এবং প্রোটোকলগুলো খুবই সন্তোষজনক। আমার কোনো সন্দেহ নেই যে সেই পরিকল্পনাগুলো যদি যেভাবে লেখা হয়েছে এবং আলোচনা করা হয়েছে সেভাবে প্রয়োগ করা হয় তাহলে কোনো ধরণের ঝামেলা হবে না। আমি পুরো আয়োজনের ওপর অত্যন্ত খুশি। এয়ারপোর্ট, হোটেল, অনুশীলন ভেন্যু থেকে ম্যাচের ভেন্যু সবকিছু নিয়ে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh