• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাকিবরাও পারল না চট্টগ্রামের সঙ্গে শতরান করতে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২০, ১৫:১০
Shakib could not score a century with Chittagong
ছবি- বিসিবি

গাজী গ্রুপ চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটে হারিয়ে দেয়। ওই ম্যাচে ঢাকা অল-আউট হয় মাত্র ৯০ রানে।

আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। জেমকন খুলনাকে অল-আউট করেছেন মাত্র ৮৬ রানে। গোটা কুড়ি ওভারও খেলতে পারেনি সাকিব-মাহমুদউল্লাহরা।

দুপুরে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আজ তিন নম্বরের বদলে ওপেনিং করতে আসেন সাকিব আল হাসান।

তবে ব্যর্থ হয়েছেন নাহিদুল ইসলামের বল খেলতে গিয়ে। মাত্র ৬ রান করে ফিরতে হয়েছে সাজঘরে। সাকিবের জায়গায় খেলা মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হয়েছেন। খুলনার অধিনায়ক সাজঘরে ফেরেন সেই নাহিদুলের বলে ২ বলে ১ রান করে।

দলের ব্যাটিং ব্যর্থতায় ভরসা ছিলেন আরিফুল হক। তার ব্যাটে আসে ১৫ রান।

এছাড়া জহুরুল ইসলামের ১৪, শামিম হোসেনের ১১ আর ইমরুল কায়েস করেন ইনিংসের সর্বোচ্চ ২১ রান। সবমিলে ১৭ ওভার ৫ বলে খুলনা করেছে ৮৬ রান।

চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নেন মুস্তাফিজুর রহমান, ২টি করে নেন নাহিদুল ও তাইজুল ইসলাম।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh