logo
  • ঢাকা শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ৯ মাঘ ১৪২৭

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ১৭:৪১
আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:৩৮

ম্যারাডোনার প্রতি শ্রদ্ধায় শেরে বাংলায় নীরবতা

A minute stop in Sher-e-Bangla in honor of Maradona
ছবি- বিসিবি
ডিয়েগো ম্যারাডোনা ফুটবলটা শুধু খেলেনিনাই, খেলাটিকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। ম্যারাডোনার ভক্ত নেই এমন কোনো দেশ নেই বলাই যায়। বলা যায় অনেক খেলোয়াড়ের কাছে অনুপ্রেরণার অনন্য এক নাম হয়েই রয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

তার শোকে কাঁদছে গোটা দুনিয়া। হোক না একজন ফুটবলার, তার মৃত্যু ছেয়ে গেছে অন্নান্য ক্রীড়াঙ্গনও। বাদ যায়নি বাংলাদেশও। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ শেষে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাঠে উপস্থিত সকলে, গণমাধ্যম কর্মীরাও।

ম্যারাডোনা যখন ফুটবলকে বিদায় জানান তখন হয়তো বর্তমান বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়েরই জন্ম হয়নি। কিন্তু ম্যারাডোনা শুধু একটা প্রজন্মের নন, এই কিংবদন্তি প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে তার অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ দলের মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে শোক জানিয়েছেন সবাই। আজ খুলনা-রাজশাহীর প্রথম ম্যাচ শেষে দ্বিতীয় ম্যাচের দুই দল চট্টগ্রাম ও ঢাকার খেলোয়াড়সহ দাঁড়িয়ে যান এক মিনিট নীরবতা পালনের জন্য।

এই চার দলের খেলোয়াড়রাই নন শুধু, বিসিবির কর্মকর্তা থেকে শুরু করে মাঠ-কর্মীরাও একটি সারিতে দাঁড়িয়ে সম্মান জানান।

গোটা দুনিয়াকে কাঁদিয়ে বুধবার রাতে নিজ বাসায় হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নেওয়ার পর আর জ্ঞান ফেরেনি।

এমআর/

RTV Drama
RTVPLUS