• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খুলনার হার, রাজশাহীর দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২০, ১৬:৪৮
Khulna rate, Rajshahi's second win
ছবি- বিসিবি

মিনিস্টার গ্রুপ রাজশাহীর টানা দ্বিতীয় জয়। জেমকন খুলনাকে দিনের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা। দুপুরে টসে জিতে ব্যাটিং করে মাহমুদউল্লাহ রিয়াদের জেমকন খুলনা।

খুলনার দেয়া ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে জয়ের সুভাস পায় রাজশাহী। শান্তর সঙ্গে ওপেন করতে নেমে আনিসুল ইসলাম মাত্র ২ রান করে ফেরেন সাজঘরে।

রনি তালুকদারের ২৬, ফজলে রাব্বী ২৪ রানে জয়ের পথটা আরও মসৃণ হয়ে যায় রাজশাহীর। তবে চার নম্বরে ব্যাট করতে নামা আশরাফুল একপ্রান্ত আগলে রেখে নুরুল হাসান সোহানকে নিয়ে শেষ করেন ম্যাচ। সোহানের ১১ ও আশরাফুল করেন ২২ বলে ২৫ রান। দুজনেই থাকেন অপরাজিত। তাতে দুই ওভার চার বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় রাজশাহী।

খুলনার হয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন, ১টি করে উইকেট নেন আল আমীন ও শহিদুল ইসলাম।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে খুলনার শুরুটা হয় ইমরুল কায়েসের শূন্য রানে বিদায়ের মধ্য দিয়ে।

আরেক ওপেনার এনামুল হক বিজয় ২৪ বলে ২৬ রান করেন ৩টি চার ও ১টি ছয়ে। সাকিব আল হাসানও জ্বলে উঠতে পারেননি। ৯ বলে দুই চারে করেন ১২ রান।

সাকিবের পর মাহমুদউল্লাহ রিয়াদও ফেরেন ১৩ বলে ৭ রান করে। জহুরুল ইসলাম অমি করেন ১ রান।

দলের বিপর্যয়ে আজও জ্বলে ওঠেন গত ম্যাচজয়ী ব্যাটসম্যান আরিফুল হক। সঙ্গে শামিম পাটোয়ারী। শামিম ২৫ বলে ৩চার, ২ ছয়ে করেন ৩৫ রান।

আরিফুল শেষ পর্যন্ত থেকে ৩১ বলে ২ চার, ৩ ছয়ে খেলেন ৪১ রানের ইনিংস। এছাড়া শহিদুল ইসলামের ব্যাটে আসে ১২ বলে ১৭ রান। কুড়ি ওভার শেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৪৬ রান।

রাজশাহীর হয়ে ২ উইকেট নেন মুকিদুল ইসলাম, ১টি করে উইকেট নেন এবাদত হোসেন, মেহেদী হাসান ও আরাফাত সানী।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh